বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহেরা সময় সময় রাশির সঙ্গে নক্ষত্র পরিবর্তনও করে, যার প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর দেখা যায়। ৬ জুলাই ২০২৫ সালে কেতু পূর্বফাল্গুনী নক্ষত্রে আংশিক এন্ট্রি নেবে আর পুরো এন্ট্রি নেবে ২০ জুলাই। কেতু ছায়া গ্রহ আর সর্বদা বক্রী গতিতে চলে, তাই কেতুর প্রথমে আংশি ও পরে পূর্ণ গোচর হয়। এই গোচরের প্রভাব সব ১২টি রাশির ওপর পড়ে, কিন্তু কিছু রাশির ওপর কেতুর এই গোচর শুভ ফল দেবে। আসুন জেনে নিই কেতুর গোচরে কোন রাশিদের সৌভাগ্য প্রাপ্তি হবে।
বৃষ রাশি
আপনাদের জন্য কেতুর নক্ষত্র পরিবর্তন লাভজনক প্রমাণিত হবে। এই সময় আপনি সময়ে সময়ে আকস্মিক অর্থলাভ করতে পারবেন। এই সময় আপনার পরিশ্রম আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বসের পছন্দ হবে। আপনার ভাল কাজের জন্য পুরস্কারও পেতে পারেন। বেতন বাড়তে পারে। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসা নতুন উচ্চতা ছোঁবে। জাগতিক সুখ প্রাপ্তি হবে। এই সময় আপনার চিন্তাভাবনা সফল হবে। আর্থিক পরিস্থিতি শুধরাবে। এরই সঙ্গে এই সময় পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন আর সঞ্চয় বাড়বে। কাজ ও ব্যক্তিগত জীবনে মধ্যে ভারসাম্য বজায় থাকবে।
কুম্ভ রাশি
কেতুর নক্ষত্র পরিবর্তন কুম্ভ রাশির জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে। বাড়িতে সুখের আগমন হবে। পড়ুয়াদের সৃজনশীলতা বাড়বে। যাঁরা শিল্প কলার সঙ্গে যুক্ত তাঁদের বেতন বাড়বে। সঞ্চয় করতে সফ হবেন। আপনি ভাবা যোজনা সফল হবে। এরই সঙ্গে দীর্ঘ সময় ধরে কোনও প্রজেক্টের ওপর কাজ করলে তা সফল হওয়ার যোগ রয়েছে। সমাজে আপনার কাজের পরিচিতি মিলবে। আপনার সমাজে নাম হবে। সম্পর্কে মিষ্টতা বাড়বে।
তুলা রাশি
আপনাদের জন্য কেতুর নক্ষত্র পরিবর্তন ইতিবাচক প্রমাণিত হবে। এই সময় বেকার লোকেরা চাকরি পেতে পারেন। এরই সঙ্গে ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়াসে সফলতা মিলবে হঠাৎ করে অর্থলাভ হতে পারে। কোনও গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। কোনও নতুন কাজ শুরু করার কথা ভাবলে তা এই সময় করতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভের সঙ্গে সফলতা প্রাপ্ত হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)