Advertisement

Kuber Favorite Zodiac: টাকার গদিতে শুয়ে থাকেন এঁরা, কুবের প্রিয় ৩ রাশির বিলাসিতার জীবন

Kuber Favorite Zodiac: বৈদিক জ্যোতিষে ১২টি রাশি ও ২৭টি নক্ষত্রের বর্ণনা পাওয়া যায়। পাশাপাশি এই রাশিগুলির সম্বন্ধ কোনও না কোনও গ্রহ ও ভগবানের সঙ্গে যোগ রয়েছে। যেমন মকর ও কুম্ভ রাশির সম্পর্ক শনিদেবের সঙ্গে রয়েছে।

কুবেরের প্রিয় রাশিকুবেরের প্রিয় রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jan 2025,
  • अपडेटेड 2:59 PM IST
  • বৈদিক জ্যোতিষে ১২টি রাশি ও ২৭টি নক্ষত্রের বর্ণনা পাওয়া যায়।

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি ও ২৭টি নক্ষত্রের বর্ণনা পাওয়া যায়। পাশাপাশি এই রাশিগুলির সম্বন্ধ কোনও না কোনও গ্রহ ও ভগবানের সঙ্গে যোগ রয়েছে। যেমন মকর ও কুম্ভ রাশির সম্পর্ক শনিদেবের সঙ্গে রয়েছে। সিংহ রাশির সম্পর্ক সূর্যদেবের। সেরকমই কুবেরের কিছু প্রিয় রাশি রয়েছে, যাঁদের কুবেরদেব টাকা-পয়সায় ভরিয়ে রাখে। এমনিতেই মা লক্ষ্মীর পাশাপাশি কুবেরকেও অর্থ-সম্পদের দেবতা বলা হয়ে থাকে। 

ধনু রাশি    
কুবেরের খুব প্রিয় ধনু রাশি। এইজন্য এই লোক নিজের পরিশ্রমের জেরে জীবনে খুব অর্থ-সম্পদ উপার্জন করে। এই জাতকেরা খুব পরিশ্রম ও বিশ্বাসযোগ্য হয়ে থাকেন। কুবের দেবের কৃপায় এঁরা সব ধরনের ভৌতিক সুখ পেয়ে থাকেন। এঁরা বিলাসবহুল জীবন কাটান। এঁরা টাকা সঞ্চয় করতে পারেন। এরা সব পরিস্থিতিতে আনন্দে থাকেন। প্রত্যেক কাজে এঁরা ভাগ্য়ের সঙ্গ পান। 

তুলা রাশি
তুলা রাশি কুবের দেবের আরও এক প্রিয় রাশি, এঁদের ওপর সব সময় কুবেরের আশীর্বাদ থাকে। এই রাশির লোকেরা খুবই ধনী হন। কুবের দেবের কৃপায় এঁরা জীবনে মান-সম্মান পেয়ে থাকেন। এঁরা সব ধরনের সুখ-সুবিধা পান। এঁরা খুব রোম্যান্টিক ও যত্নশীল প্রেমিক-প্রেমিকা পান। এঁরা জীবনে ধন-সম্পত্তি তৈরি করতে পারেন। 

বৃষ রাশি
এই রাশির ওপর কুবের দেবের বিশেষ কৃপা থাকে। এঁরা জীবনে সব সুখ প্রাপ্তি করে। এঁরা অর্থ উপার্জনে পারদর্শী হন। এঁরা অনেক উৎস থেকে অর্থ উপার্জন করে। এঁরা রোম্যান্টিকও হন। রসিক মেজাজের হয়ে থাকেন। কুবেরের কৃপায় ধন-দৌলত প্রাপ্তি করেন। পরিশ্রমীও হন এঁরা খুব।  

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)


  

Read more!
Advertisement
Advertisement