কলিযুগে হনুমানজিকে জীবিত দেবতা বলে মনে করা হয়। মঙ্গলবারের দিনটিকে বজরংবলীর জন্য সমর্পণ করা হয়েছে। যে ব্যক্তি নিষ্ঠাভরে হনুমানজির পুজো করে থাকেন, তিনি হনুমানজির কৃপা থেকে কোনওদিন বঞ্চিত হন না। জ্যোতিষ মতে, হনুমানজি কিছু রাশির ওপর তাঁর কৃপাদৃষ্টি সবসময়ই দিয়ে থাকেন। আসুন দেখে নিই সেই ৪ রাশি কারা।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের ওপর বজরংবলীর বিশেষ কৃপা থাকে। মেষ রাশির জাতকদের ইচ্ছাশক্তি খুবই প্রবল হয়। হনুমানজির কৃপায় মেষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি ভাল হয়। মঙ্গলবার দিন হনুমানজির আরাধনা করলে এই রাশির জাতকদের জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যাবে এবং আর্থিক সঙ্কট মিটবে।
সিংহ রাশি
জ্যোতিষ শাস্ত্রে হনুমানজির প্রিয় রাশিদের মধ্যে সিংহ রাশি অন্যতম। এই রাশিদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। তাই এঁরা সব কাজে সফল হন। সিংহ রাশির জাতকদের কোনও সময় অর্থকষ্ট থাকে না। মঙ্গলবার করে বজরংবলীর পুজো করলে আর্থিক সঙ্কট থেকে স্বস্তি পাবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের ওপরও বজরংবলীর বিশেষ কৃপা থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, হনুমানজি বৃশ্চিক রাশিকে সব বিপদ থেকে দূরে রাখেন। এঁদের আর্থিক দিক মজবুত হয়। চাকরি ও ব্যবসায় উন্নতি করে এঁরা। জীবনে অর্থকষ্ট থাকে না। হনুমানজির আরাধনা করলে সব ইচ্ছে পূরণ হবে এঁদের।
কুম্ভ রাশি
ধার্মিক মান্যতা অনুসারে, কুম্ভ রাশির জাতকদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। এঁরা সব কাজে সাফল্য পান। আর্থিক উন্নতি হয়। এঁদের কাজে কোনও বাধা আসে না। চাকরিতে উন্নতি হয় হনুমানজির কৃপায়। মঙ্গলবার করে বজরংবাণ পাঠ করলে এই রাশিদের সুখ-সমৃদ্ধি প্রাপ্ত হয়।