Advertisement

Mangal Gochar 2025: নিজের বছরেই কামাল দেখাবে মঙ্গল, লাল গ্রহের কৃপায় ৩ রাশির জীবন মঙ্গলময়

Mangal Gochar 2025: বৈদিক জ্যোতিষ অনুসারে, মঙ্গল গ্রহ প্রায় ১৮ মাস পর এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করে। জেনে রাখুন, এখন মঙ্গল গ্রহ কর্কট রাশিতে সঞ্চারণ করছে আর জুন মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে।

মঙ্গল গোচরমঙ্গল গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2025,
  • अपडेटेड 11:46 AM IST
  • বৈদিক জ্যোতিষ অনুসারে, মঙ্গল গ্রহ প্রায় ১৮ মাস পর এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করে।

বৈদিক জ্যোতিষ অনুসারে, মঙ্গল গ্রহ প্রায় ১৮ মাস পর এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করে। জেনে রাখুন, এখন মঙ্গল গ্রহ কর্কট রাশিতে সঞ্চারণ করছে আর জুন মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে। জেনে রাখুন সিংহ রাশিতে সূর্যদেবের আধিপত্য রয়েছে। এরকম অবস্থায় মঙ্গল গ্রহের সূর্যের ঘরে প্রবেশ করতে চলেছেন। যার ফলে কিছু রাশির জীবনে গোল্ডেন টাইম শুরু হবে। আসুন জেনে নিন সেই লাকি রাশি আসলে কারা। 

তুলা রাশি
আপনাদের জন্য মঙ্গলের গোচর ইতিবাচক হতে পারে। এই সময় আপনার আয়ে জবরদস্ত বৃদ্ধি হতে পারে। এর সঙ্গে আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। নতুন কাজ শুরু হবে বা বড় লক্ষ্য অর্জন করার এটা সঠিক সময়। ব্যবসার জন্য বিদেশ সফর হতে পারে। সন্তানের পক্ষ থেকে কোনও সুখবর পেতে পারেন। আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হবে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। 

বৃশ্চিক রাশি
গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনে বৃশ্চিক রাশির জন্য লাভদায়ক হতে পারে। এই কারণে বেকার মানুষেরা চাকরি পাবেন এই সময়ষ এছাড়াও সেনা, পুলিশ, খেলা, ইঞ্জিনিয়ার ও মেডিক্যাল ক্ষেত্রের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁদের সময়টা ভাল যাবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। সঠিক সময়ে আপনি সঠিক জায়গায় থাকবেন এবং সুযোগের সদ্ব্যবহার করবেন। আপনার ভাল কাজ দেখে কর্মক্ষেত্রে বস আপনার প্রশংসা করবে। 

কর্কট রাশি
মঙ্গল গ্রহের গোচর এই রাশির জাতকদের জন্য ইতিবাচক হতে চলেছে। এই সময় আপনি আকস্মিক অর্থলাভ করতে পারবেন। এর সঙ্গে চাকরিতে নতুন সুযোগ পাবেন। ব্যবসায় অর্থলাভ হওয়ার সুযোগ রয়েছে। এর সঙ্গে আর্থিক পরিস্থিতি আরও ভাল হবে। ধর্মের সঙ্গে যুক্ত কাজে রুচি বাড়বে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল হবে। আত্মবিশ্বাস বাড়বে। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement