
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল গ্রহকে নবগ্রহের সেনাপতি বলে মান হয়ে থাকে আর এই গ্রহের প্রভাব প্রত্যেক রাশির জীবনের ওপর পড়ে। ২৭ অক্টোবর মঙ্গল রাশি পরিবর্তন করে নিজের রাশি বৃশ্চিকে প্রবেশ করেছে। স্বরাশিতে গোচর করার পর মঙ্গলের প্রভাব দ্বিগুণ প্রবল হয়ে গিয়েছে। তাই এই সময় জ্যোতিষে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষ গণনা অনুসারে, ২০ নভেম্বর ভোর ৪টে ১৩ মিনিটে চন্দ্রমা বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে মঙ্গলের সঙ্গে যুতি তৈরি করবে। এই রাজযোগ প্রায় ৫৪ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে, কিন্তু শুভ প্রভাব দেখা দেবে অনেকদিন পর্যন্ত।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই সময়কাল খুবই শুভ। আত্মবিশ্বাস বাড়বে এবং কাজে সফলতা পাবেন। মা লক্ষ্মীর কৃপায় আয়ের নতুন উৎস তৈরি হবে, যার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে। ব্যবসা ও চাকরিতে প্রগতি আসার ইঙ্গিত রয়েছে। মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধির যোগ রয়েছে।
কন্যা রাশি
কন্যা রাশির তৃতীয় ঘরে মহালক্ষ্মী রাজযোগের নির্মাণ হওয়ার ফলে এই রাশির পরাক্রম ও সাহস বাড়বে। আপনার পরিশ্রমের ফল পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূরণ হবে। হঠাৎ করে অর্থলাভ হবে। বিরোধিদের সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি ও শুভ খবর পেতে পারেন।
বৃশ্চিক রাশি
স্বরাশিতে মঙ্গল ও চন্দ্রমার যুতি বৃশ্চিক রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক হবে। এই রাশির আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। এছাড়াও সফলতা পাওয়ার সুযোগ বাড়ব। অর্থ-সম্পত্তি বাড়বে ও শুভ কাজ হওয়ার আভাস মিলবে।
মকর রাশি
মকর রাশির কোষ্ঠীতে এই গভীর রাজযোগ তৈরি হওয়ার ফলে আয় বাড়বে। এই রাজযোগ এই রাশির জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। মকর রাশির বেতন বাড়বে ও হঠাৎ করে অর্থলাভ হবে। আর্থিক উন্নতির প্রবল যোগ রয়েছে। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে।
মীন রাশি
মহালক্ষ্মী রাজযোগ মীন রাশির জাতকদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে। সরকারি কাজ সম্পূর্ণ হবে এবং বিদেশ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান বাড়বে আর জীবনের অনেক ইচ্ছা পূরণ হবে। কেরিয়ার, সম্পত্তি, ব্যবসার সঙ্গে যুক্ত ক্ষেত্রে সফলতা পেতে পারেন।