বৈদিক জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলকে সাহস, শক্তি, স্ফূর্তি, পরাক্রম, ভূমি, রক্ত, ভাই, যুদ্ধ, সেনার কারক বলে মনে করা হয়ে থাকে। এরকম অবস্থায় মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব ১২টি রাশির ওপর কোনও না কোনওভাবে পড়তে দেখা যায়। মঙ্গল রাশি পরিবর্তনের পাশাপাশি নক্ষত্র পরিবর্তনও করে থাকে। এই সময় মঙ্গল পুর্নবসু নক্ষত্রে বিরাজ করছে। কিন্তু আগামী ১২ এপ্রিলের সকাল ৬টা ৩২ মিনিটে মঙ্গল পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে। এরকম অবস্থায় মঙ্গল-পুষ্য যোগ তৈরি হবে। এরকম অবস্থায় কিছু রাশির জাতকদের খুব অর্থলাভ হবে এবং অপার সফলতা লাভ করবে তাঁরা। জ্যোতিষ মতে, গ্রহের সেনাপতি মঙ্গল ৩ এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য মঙ্গলের পুষ্য নক্ষত্রে প্রবেশ শুভ বলে প্রমাণিত হবে। এই রাশির জাতকদের প্রত্যেক ক্ষেত্রে অপার সফলতা লাভ হবে। সঙ্গে ধনপ্রাপ্তিও ঘটবে। চাকরির কারণে জায়গা বদল হতে পারে। ব্যবসায় খুব লাভ হবে। আপনি ভাল লাভ করতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। ভাগ্যের পুরো সঙ্গ পাবেন। অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে সঞ্চয়ও করতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল হবে।
কর্কট রাশি
মঙ্গল-পুষ্য যোগ এই রাশির জাতকদের জন্য দারুণ ফল নিয়ে আসবে। এই রাশি চাকরির নতুন নতুন সুযোগ পাবেন। অনসাইট চাকরিতে খুব লাভ করতে পারবেন। ব্যবসায় খুব লাভ হবে। স্টক মার্কেটে বেশ লাভ হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
কন্যা রাশি
এই রাশির জাতকদের জন্য মঙ্গল-পুষ্য যোগ বেশ সুবিধা দেবে। এই রাশির জাতকেরা হঠাৎ করে ধনলাভ করতে পারবে অথবা হঠাৎ করে কোথাও থেকে টাকা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ আছে। পরিশ্রমের জোরে উন্নতি করবেন। ব্যবসায় ভাল লাভ হবে। আপনি প্রত্যেক ক্ষেত্রে সফল হবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। এই সময় একদম ফিট থাকবেন।