Advertisement

April Lucky Rashi: বাড়বে বেতন-মধুর হবে সম্পর্ক, এপ্রিলে এই ৪ রাশির 'অচ্ছে দিন'

April Lucky Rashi: ২০২৫ সালের চতুর্থ মাস এপ্রিল। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে নতুন এই মাস। গ্রহ-নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাস চার রাশির জন্য খুবই বিশেষ হতে চলেছে।

এপ্রিলের লাকি রাশি কারা?এপ্রিলের লাকি রাশি কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2025,
  • अपडेटेड 7:21 PM IST
  • ২০২৫ সালের চতুর্থ মাস এপ্রিল।

২০২৫ সালের চতুর্থ মাস এপ্রিল। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে নতুন এই মাস। গ্রহ-নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাস চার রাশির জন্য খুবই বিশেষ হতে চলেছে। আসুন জেনে নিই যে এপ্রিল মাস কোন রাশিদের জন্য শুভ হতে চলেছে। আর এই মাসে কাদের বাম্পার লাভ হবে। 

মেষ রাশি
এপ্রিল মাস মেষ রাশির জাতকদের জন্য খুবই শুভ। এই মাসে আপনার আত্মবিশ্বাস ও সাহস বাড়বে। নতুন সম্পর্কে মধুরতা বাড়বে। সঞ্চয় থেকে লাভ পাওয়া যাবে। সুখ-সমৃদ্ধি প্রাপ্তি হবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। নতুন কাজ খুব দ্রুত সম্পন্ন করতে পারবেন। আর বড়দের সহযোগিতা পাওয়া যাবে। নিজের বিষয়ে ব্যস্ত থাকবেন। 

কর্কট রাশি
এপ্রিলে ব্যবসা ও আর্থিক কাজ ভাল হবে এই রাশিদের জন্য। ব্যবসা প্রসারিত হবে। নতুন লোকেদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন আর ভাল প্রস্তাব খুব দ্রুত সম্পন্ন হবে। দাম্পত্য জীবন সুখের হয়। উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আরও ভাল পারফর্ম করবেন। জরুরি কোনও বিষয় দ্রুত সম্পন্ন হবে। পেশাদারিত্ব আনুন কাজে আর স্বাস্থ্যের খেয়াল রাখুন। 

কুম্ভ রাশি
এপ্রিল মাস এই রাশির জন্য ঘর-পরিবার ও সম্পর্কে সুখ আনার মাস। বাড়িতে খুশির মহল থাকবে। প্রিয়জনদের সঙ্গ পাবেন। কাজ ও ব্যবসায় যেরকমটা চেয়েছিলেন তেমনই ফল পাবেন। পেশাদারিত্ব মজবুত থাকবে আর শত্রুপক্ষ শান্ত থাকবে। মাসের শুরুতেই জরুরি কাজ সেরে নিন। 

মীন রাশি
এপ্রিল মাসে আপনি কিছু সাহসিকতা কাজে যুক্ত হবেন। চাকরিতে স্থানান্তর বা পদোন্নতি হতে হবে। কাজ ও ব্যবসা ভাল চলবে। পরীক্ষা ও প্রতিযোগিতায় সফলতা পাওয়া যাবে। পড়ুয়াদের মনোযোগ বাড়বে। আইনি মামলায় লাভ হবে। অশান্তি ও ঝগড়া এড়িয়ে চলুন।   

Read more!
Advertisement
Advertisement