Advertisement

Poila Baisakh Lucky Zodiac: ব্যাঙ্ক-ব্যালেন্স উপচে পড়বে টাকায়, নববর্ষ থেকে ৩ রাশি মালামাল

Poila Baisakh Lucky Zodiac: মাত্র একটা দিনের অপেক্ষা। তারপরই বাংলা নববর্ষ। আগামী ১৫ এপ্রিল ১ বৈশাখ। এদিন থেকেই বাংলার নতুন সাল শুরু। নতুন বছরের সময়েই রাশি পরিবর্তন করতে চলেছে সূর্যদেব। বাংলা নববর্ষের সময়েই রাশি পরিবর্তন করতে চলেছেন গ্রহের রাজা সূর্যদেব।

নববর্ষ থেকে ৩ রাশির হাল ফিরবেনববর্ষ থেকে ৩ রাশির হাল ফিরবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2025,
  • अपडेटेड 7:41 PM IST
  • নতুন বছরের সময়েই রাশি পরিবর্তন করতে চলেছে সূর্যদেব।

মাত্র একটা দিনের অপেক্ষা। তারপরই বাংলা নববর্ষ। আগামী ১৫ এপ্রিল ১ বৈশাখ। এদিন থেকেই বাংলার নতুন সাল শুরু। নতুন বছরের সময়েই রাশি পরিবর্তন করতে চলেছে সূর্যদেব। বাংলা নববর্ষের সময়েই রাশি পরিবর্তন করতে চলেছেন গ্রহের রাজা সূর্যদেব। নববর্ষের ঠিক একদিন আগে ১৪ এপ্রিল রাশি পরিবর্তন করবেন সূর্যদেব। এর প্রভাব ১২ রাশির জাতক জাতিকাদের উপরেই পড়বে। তবে ৩ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে ১৪ এপ্রিল সকালে মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। এই রাশিতে পুরো ১ মাস থাকবেন গ্রহের রাজা।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের মেষ রাশিতে গোচর অত্যন্ত লাভজনক হবে। সূর্য এই রাশির একাদশ ঘরে থাকবে। চাকরিজীবীদের জন্য এই সময় নতুন সুযোগে ভরা থাকবে। বিদেশ ভ্রমণের যোগও হতে পারে। ব্যবসায়ীদের বড় লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধু এবং পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্য ভাল থাকবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের জন‍্যও সূর্যের গমণ লাভজনক হতে চলেছে। সূর্য এই রাশির দশম ঘরে প্রবেশ করবেন। ব্যবসায় ভাল লাভ হবে এবং আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা। কেরিয়ারে আসছে ভাল সময়। পারিবারিক জীবন সুখময় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে এবং সরকারি কাজে সাফল্য পাওয়া যেতে পারে। পরিবারের কোনও সদস্যের সরকারি চাকরি পাওয়ার ফলে বাড়িতে খুশির পরিবেশ থাকবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন‍্য সূর্যের গমন ইতিবাচক প্রমাণিত হতে চলেছে। সূর্য তৃতীয় ঘরে থাকবে, যার ফলে নতুন সুযোগের প্রাপ্তি হবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এই সময় অত্যন্ত লাভজনক হবে। ব্যবসায় নতুন অর্ডার পাওয়া যেতে পারে এবং লাভ বাড়তে পারে। সরকারি কাজে সাফল্য পাওয়া যাবে এবং সমাজে মর্যাদা বৃদ্ধি পাবে। জীবনে কিছু বড় এবং ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে, যার ফলে শুভ ফল পাওয়া যাবে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement