হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে বৈভব, ধন-ঐশ্বর্যের দেবী বলে মনে করা হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া মাত্রই ভক্তের সব সমস্যা শেষ হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মা লক্ষ্মীর কিছু প্রিয় রাশি রয়েছে। সেরকমই কিছু জন্মতিথি থাকে, যাঁদের ওপর ধনদেবীর বিশেষ কৃপা রয়েছে। সংখ্যাতত্ত্ব অনুসারে, মুলাঙ্ক ৬-এর অধিপতি শুক্রদেব আর এই মুলাঙ্কের ওপরই মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে। শুক্রদেবকেও ধন-বৈভব, ঐশ্বর্য, মান-সম্মান, সুখ-সম্পদ, প্রেম-আকর্ষণের কারক বলে মনে করা হয়। তাই যে সব জাতকদের জন্ম ৬, ১৫ বা ২৪ তারিখে হয়েছে, এঁদের মুলাঙ্ক ৬। এই রাশিদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে।
৬ মূলাঙ্কের জাতকরা হলেন ভরসাযোগ্য। কোনও কাজের দায়িত্ব দিয়ে এদের উপর নির্ভর করা যায়। এরা শান্তিপ্রিয়, তাই সহজে কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে এরা চান না। এই কারণে এরা সম্মান পান। এই মুলাঙ্কের লোকেরা শিল্প, সঙ্গীত, নাচ, নাটক, ফ্যাশন-এর মতো সামাজিক কাজে নিজেদের পরিচয় তৈরি করে থাকেন।
রোম্যান্টিক হন
মুলাঙ্ক ৬-এর স্বামী প্রেম-আকর্ষণের কারক শুক্র দেবকে মনে করা হয়। তাই এই মুলাঙ্কের জাতকেরা খুব রোম্যান্টিক হয়ে থাকে। এই জাতকেরা জীবনে বহুবার প্রেমে পড়েন। আর যে কোনও কাউকে সহজে প্রোপোজ করে ফেলেন।
খরচ করতে ভালোবাসেন
মুলাঙ্ক ৬-এর কাছে কখনও টাকার অভাব থাকে না। তাই এরা টাকা কছর করতে দ্বিধাবোধ করেন না। এরা কিপটে হন না।
ঘুরতে যেতে ভালোবাসেন
এই মুলাঙ্কের জাতকেরা ঘুরতে যেতে ভালোবাসেন। তাই কোনও না কোনও ট্রিপে এরা প্রায়ই যান।
বিলাসবহুল জীবন
৬ মূলাঙ্কের জাতকরা বিলাসবহুল জীবন কাটাতে ভালোবাসেন। দামী ব্র্যান্ডের সামগ্রীর প্রতি এদের আকর্ষণ থাকে। এরা বেশ ফ্যাশন সচেতন হন। যখন ফ্যাশনে যেটা ট্রেন্ডিং, সেটা এদের চাই। নিজের জীবনযাত্রার পেছনে এরা মোটা টাকা ব্যয় করেন। তবে এই মুলাঙ্কের জাতকেরা খুব শান্তিপ্রিয় হয়ে থাকেন।