Advertisement

Rahu Favorite Zodiac: রাহু এদের কখনও বিরক্ত করে না, ২ রাশির সব ইচ্ছে পূরণ করে মায়াবী গ্রহ

Rahu Favorite Zodiac: জ্যোতিষ শাস্ত্রে রাহুকে এক বিশেষ গ্রহ বলে মনে করা হয়। এই গ্রহকে বোঝা খুব দায়। তাই একে মায়াবী গ্রহ বলে বিবেচিত করা হয়। রাহু পাপ গ্রহ, কিন্তু এর অর্থ একেবারেই এটা নয় যে রাহু সব সময় খারাপ ফলই দেয়।

রাহুর প্রিয় এই দুই রাশিরাহুর প্রিয় এই দুই রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2025,
  • अपडेटेड 7:27 PM IST
  • জ্যোতিষ শাস্ত্রে রাহুকে এক বিশেষ গ্রহ বলে মনে করা হয়।

জ্যোতিষ শাস্ত্রে রাহুকে এক বিশেষ গ্রহ বলে মনে করা হয়। এই গ্রহকে বোঝা খুব দায়। তাই একে মায়াবী গ্রহ বলে বিবেচিত করা হয়। রাহু পাপ গ্রহ, কিন্তু এর অর্থ একেবারেই এটা নয় যে রাহু সব সময় খারাপ ফলই দেয়। কিছু পরিস্থিতিতে এই গ্রহ খুবই ভাল ফল দিয়ে থাকে। যা কল্পনার বাইরে। 

রাহুর স্বভাব
জীবনে হঠাৎ করে কোনও কিছু ঘটে যাওয়ার কারক হিসাবে রাহুকে মনে করা হয়। রাহু ব্যক্তির অহংকারকে ভাঙে। জীবনে হঠাৎ করে ভাল বা খারাপ হওয়ার পিছনে রাহুর ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। কোষ্ঠীতে রাহু ঠিক না থাকলে এটা বাজে স্বভাব, বাজে সঙ্গ দিয়ে থাকে। দাম্পত্য জীবন প্রাভাবিত হয়, প্রেমে বাধা দেয়। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভোগে মানুষ। 

রাহুর প্রিয় রাশি
তবে রাহু সকলের জন্য মোটেও খারাপ নয়। রাহু কিছু অবস্থায় ভাল ফল দেয়। কিছু রাশিকে খুব পছন্দ করে রাহু। আসুন জেনে নিই তারা কারা। 

সিংহ রাশি
সিংহ রাশিকে রাহুর প্রিয় রাশি বলা হয়ে থাকে। যখন রাহু সিংহ রাশিতে থাকে তখন শুভ ফল দেয়। জ্যোতিষ মতে, রাহু এই রাশির জাতকদের হঠাৎ অর্থপ্রাপ্তি করায়, রাহু জীবনে ভাল পরিবর্তন আনে। রাহু সব প্রকারের সুখ দেয় এই রাশিদের। 

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকেরাও রাহুর খুব প্রিয়। যাদের রাশি বৃশ্চিক, তাদের রাহু খুব ভাল ফল প্রদান করে। ব্যবসা ও চাকরিতে এদের সাফল্য দেখার মতো। এদের আয়ের অনেক রাস্তা খুলে যায়। অর্থের কমতি হয় না। জীবনে হঠাৎ করে উঁচু পদ পান এরা। 

Read more!
Advertisement
Advertisement