জ্যোতিষশাস্ত্রে রাহুকে এক মায়াবী গ্রহ বলে মনে করা হয়। রাহু ছায়া গ্রহ। ছায়া গ্রহ হওয়ার অর্থ এই নয় যে পাপী গ্রহ সব সময় অশুভ ফল প্রদান করে। রাহু কিছু অবস্থায় শুভ ও নইতিবাচক ফলও দিয়ে থাকে। কখনও কখনও রাহু এমন ইতিবাচক ফল দেয় যা কল্পনাও করতে পারবেন না। এরকম অবস্থায় রাহুর কিছু প্রিয় রাশি রয়েছে। এঁদের ওপর রাহু সব সময়ই কৃপাদৃষ্টি দিয়ে থাকেন।
সিংহ রাশি
সিংহ রাশিকে রাহুর প্রিয় রাশি বলে মনে করা হয়। যখন রাহু সিংহ রাশিতে থাকে তখন শুভ ফ প্রদান করে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু সিংহ রাশির জীবনে আচমকাই অর্থ লাভ করায়। জীবনে বদল আনে। রাহু সব ধরনের সুখ প্রদান করে।
বৃশ্চিক রাশি
এই রাশি রাহুর খুব প্রিয় রাশি। যাঁদের বৃশ্চিক রাশি, তাঁদের রাহু ভাল ফল প্রদান করে থাকেন। এরকম মানুষ ব্যবসা ও চাকরিতে দারুণ ফল করেন। এঁদের আয়ের নতুন রাস্তা খুলে যায়। অর্থের অভাব হয় না। এঁরা জীবনে হঠাৎ করে উচ্চ পদ পেয়ে যান।
রাহুর স্বভাব
জীবনে হঠাৎ করে ঘটা কোনও ঘটনার কারক হিসাবে ধরা হয় রাহুকে। এই গ্রহ ব্যক্তির অহঙ্কার ভাঙে। জীবনে ভাল বা মন্দ যাই ঘটুক না কেন তার পিছনে রাহুর ভূমিকা থাকে বলে মনে করা হয়। জন্মছকে যদি রাহু শুভ না থাকে, তাহলে এটা বাজে স্বভাব ও বাজে সঙ্গত প্রদান করে। দাম্পত্য জীবন প্রাভাবিত হয়, প্রেমে বাধা আসে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেয়।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)