জ্যোতিষশাস্ত্রে রাহুকে মায়াবী ও উগ্র গ্রহ বলে বিবেচিত করা হয়। রাহু এক রাশিতে ১৮ মাস পর্যন্ত থাকে। রাহু এই সময় মীন রাশিতে বিরাজ করছে আর ১৮ মে পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাহুর এই চাল কিছু রাশির জন্য অশুভ প্রমাণিত হতে পারে আর কিছু রাশির জীবনে রাহুর চাল বরদান হতে পারে। আসুন জেনে নিন আগামী ৩৬৫ দিন রাহু কুম্ভ রাশিতে এন্ট্রি নিলে কোন কোন রাশির সুসময় আসবে।
মেষ রাশি
রাহুর গোচর মেষ রাশির জাতকদের জীবনে জবরদস্ত সুখ নিয়ে আসবে। ব্যবসায় লাভ হবে। সব কাজে উন্নতি পাবেন। জীবনে অর্থলাভ হবে। আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে। আটকে থাকা সব কাজ পূরণ হবে। কোনও নতুন কাজ শুরু করার যোগ রয়েছে, যার ফলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবার সাফল্য পাবেন ৷ কেরিয়ারের জন্য অত্যন্ত উন্নতি হতে চলেছে ৷ চাকরিতে প্রমোশন হতে চলেছে ।
সিংহ রাশি
রাহুর গোচর সিংহ রাশির জাতকদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে। সব কাজ সময়ের আগে পূরণ হব। যত পরিশ্রম করবেন ততই নিজের লক্ষ্য অর্জন করবেন। দাম্পত্য জীবন ভাল থাকবে। অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে। আর্থিক উন্নতি হবে, পারিবারিক জীবন আগের থেকে আরও সুন্দর হবে ৷ আগের থেকে আরও মোটা টাকার মালিক হতে চলেছেন জাতক-জাতিকারা
বৃশ্চিক রাশি
রাহুর রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে। এই সময় বিনিয়োগ করলে রিটার্ন ভাল পাবেন। ব্যবসায়িদের জন্য সময় ভাল যাবে বলে মনে করা হচ্ছ। চাকরিতে বেতন বৃদ্ধি ও প্রমোশন হতে চলেছে ৷ বিবাহিত জীবন জাতক-জাতিকাদের জন্য আরও সুখের ও আরও শান্তির হতে চলেছে ৷ নানান লক্ষ্য পূরণ হবে অতি সহজেই। টাকা পয়সা রোজগারের জন্য আরও ভাল সুন্দর মুহূর্ত তৈরি হবে।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)