Advertisement

2025 Lucky Zodiac: আগামী বছর রাহু-শনির বড় খেল, ৩ রাশির সফলতা কেউ আটকাতে পারবে না

2025 Lucky Zodiac: জ্যোতিষ শাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। রাহুর অবস্থানে বদল হলে তার প্রভাব প্রত্যেক রাশির ওপরই পড়তে দেখা যায়। শনির পর রাহু সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহ। এক রাশিতে প্রায় ১৮ মাস ধরে থাকে রাহু। এরপর রাহু রাশি পরিবর্তন করতেই তর প্রভাব প্রত্যেক রাশির জাতকদের ওপর পড়ে। ২০২৪ সালে রাহু মীন রাশিতে বিরাজ করছে, কিন্তু ২০২৫ সালে রাহু রাশি পরিবর্তন করবে।

রাহু-শনির বন্ধুত্বে ৩ রাশির কপাল খুলছেরাহু-শনির বন্ধুত্বে ৩ রাশির কপাল খুলছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Nov 2024,
  • अपडेटेड 3:21 PM IST
  • জ্যোতিষ শাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়।

জ্যোতিষ শাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। রাহুর অবস্থানে বদল হলে তার প্রভাব প্রত্যেক রাশির ওপরই পড়তে দেখা যায়। শনির পর রাহু সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহ। এক রাশিতে প্রায় ১৮ মাস ধরে থাকে রাহু। এরপর রাহু রাশি পরিবর্তন করতেই তর প্রভাব প্রত্যেক রাশির জাতকদের ওপর পড়ে। ২০২৪ সালে রাহু মীন রাশিতে বিরাজ করছে, কিন্তু ২০২৫ সালে রাহু রাশি পরিবর্তন করবে। জেনে রাখুন রাহু সবসময় বক্রী অবস্থায় থাকে। এরকম অবস্থায় ২০২৫ সালে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনির রাশি কুম্ভতে আসতেই রাহু কিছু রাশিদের জীবনে বাম্পার লাভ করাবে। দেখে নিন। পঞ্চাঙ্গ মতে, রাহু ১৮ মে বিকেলে শনির মিত্র রাশি কুম্ভতে প্রবেশ করবে। এখানে ১৮ মাস থেকে ২০২৬ সালে রাশি বদল করবে। 

কুম্ভ রাশি
এই রাশির জাতকদের সবক্ষেত্রে সফলতা আসবে। এরসঙ্গে অনেক অর্থলাভ হবে। নিজের আত্ম উপলব্ধি হবে। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। কেরিয়ার ক্ষেত্রে আপনার অনেক লাভ হবে। চাকরিতে ভাল পদোন্নতি হতে পারে। আপনি সন্তুষ্ট থাকবেন। আয় খুব দ্রুত বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভ হবে। প্রেমের জীবন ভাল যাবে। দাম্পত্য জীবনে চলা বহুদিনের সমস্যা মিটবে। মানসিক ও শারীরিক অশান্তি একটু কম হতে পারে। 

মেষ রাশি
রাহু মীন রাশিতে প্রবেশ করতেই এই রাশির ভাল সময় শুরু হয়ে যাবে। এই জাতকদের দারুণ লাভ হবে। কোনও প্রজেক্টে দীর্ঘ সময় ধরে কাজ করার ভাল ফল আগামী বছরই পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। যার ফলে আপনি অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। সমাজে মান-সম্মানের বৃদ্ধি হবে। কেরিয়ারের ক্ষেত্রে রাহু বেশ ভাল প্রভাব ফেলতে পারে। এরকম অবস্থায় এই রাশির জাতকদের অনেক লাভ হবে। ব্যবসাতেও রাহু ইতিবাচক প্রভাব ফেলবে। 

ধনু রাশি
রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করতেই এই রাশিদের সুসময় এসে যাবে।জীবনে লম্বা সময় ধরে চলা সমস্যা এবার শেষ হতে চলেছে. আপনার আর্থিক স্থিতি এবার ভাল হতে চলেছে। ঋণ থেকে মুক্তি পাবেন। পরিবার বা বন্ধুদের সঙ্গে কোনও ধার্মিক সফরে যেতে পারেন। এতে আপনি শান্তি ও স্বস্তি পাবেন। আপনি ভবিষ্যত নিয়ে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন। 

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Read more!
Advertisement
Advertisement