ক্রুর বা পাপী গ্রহ হিসাবে দেখা হয়ে থাকে রাহু ও কেতুকে। এই দুই ছায়াগ্রহ ১৬ মার্চ নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে। রাহু নক্ষত্র গোচর করে পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে আর কেতু নক্ষত্র গোতর করে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে। এরপর ১৮ মে রাহু-কেতু গোচর করবে। রাহু গোচর করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে এন্ট্রি নেবে। কিন্তু ততদিন ৪ রাশিকে একাধিক সমস্যার সম্মুখিন হতে হবে।
মেষ রাশি
রাহু-কেতু নক্ষত্র গোচর মেষ রাশির জাতকদের জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে। বিবাহিত জীবনে খারাপ প্রভাব পড়বে। সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন। গাড়ি চালানোর সময় একটু দেখেশুনে চালান।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য বিগড়াতে পারে। হঠাৎ করে কোনও রোগ ঘিরে ধরতে পারে। চিকিৎসা করতে গিয়ে সঞ্চয় করা অর্থও খরচ হয়ে যাবে। সব কাজ করার আগে দশবার ভেবেচিন্তে করুন। নেশা থেকে দূরে থাকুন।
কন্যা রাশি
কন্যা রাশির ক্ষেত্রে রাহু-কেতুর নক্ষত্র গোচর কেরিয়ারে সমস্যা তৈরি করতে পারে। আপনার এমন কোনও জায়গায় ট্রান্সফার হতে পারে যেটা আপনার অপছন্দের। অর্থ উপার্জনের জন্য বেশ পরিশ্রম করতে হবে। জীবনে একাধিক সংঘর্ষ বাড়বে।
মীন রাশি
মীন রাশির জাতকদের ব্যবসায় লোকসান হতে পারে। ধার দেওয়া অর্থ ডুবতে পারে। এই সময় কোনও বিনিয়োগ করবেন না। এর সঙ্গে লেন-দেনও একটু সাবধানে করা ভাল। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন।