বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, গ্রহরা সময়ে সময়ে রাশিরসঙ্গে নক্ষত্র পরিবর্তন করে। যার প্রভাব মানুষের জীবনের ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন ১৬ মার্চ সন্ধ্যে ৬টা বেজে ৫০ মিনিটে রাহু ও কেতু দুজনেই নক্ষত্র পরিবর্তন করবে। রাহু যেখানে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। অন্যদিকে কেতু উত্তরা ফাল্গুনী নক্ষত্রে এন্ট্রি নেবে। রাহু-কেতুর নক্ষত্র পরিবর্তনে কিছু রাশির ভাল সময় শুরু হতে চলেছে। আসুন জেনে নিই সেই রাশি কারা।
তুলা রাশি
আপনাদের জন্য কেতু ও রাহুর নক্ষত্র পরিবর্তন লাভজনক প্রমাণিত হবে। এই সময় আপনার আয় বৃদ্ধি পাবে। অন্যদিকে চাকরি যারা করে তাদের পদ ও বেতন এই দুটোই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের দোকান আছে, তাদের আয়ের নতুন রাস্তা খুলে যাবে। এর সঙ্গে সুখ-সমৃদ্ধি বাড়বে। শুধু তাই নয়, এই সময় আপনার ঘর পরিবারে অনেক শুভ কাজ সম্পন্ন হবে। এর সঙ্গে এই সময় আপনার সব কাজ সফল হবে। অর্থ আসবে।
মেষ রাশি
কেতু ও রাহুর নক্ষত্র পরিবর্তন অনুকূল প্রমাণিত হবে। দেশ-বিদেশের যাত্রা করতে পারবেন। ব্যবসায়ীদের আর্থিক মামলায় উন্নতির যোগ তৈরি হবে। চাকুরিজীবীরা সময় মতো নিজেদের টার্গেট পূরণ করতে পারবেন। চাকুরিজীবীরা এই সময় নতুন পদ ও বেতন বৃদ্ধি দেখতে পারবেন। অর্থ আসার নতুন রাস্তা খুলে যাবে। সমাজে আপনার মান-সম্মান, উচ্চ প্রতিষ্ঠা বাড়বে।
কর্কট রাশি
রাহু-কেতুর নক্ষত্র পরিবর্তন শুভ ফল দেবে। এই সময় আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের জন্য পদোন্নতির যোগ তৈরি হবে। এর সঙ্গে আপনার বিগড়ে থাকা কাজ শুধরে যাবে। ভাগ্যের সঙ্গ পাবেন। অসমপূর্ণ কাজ এবার সম্পূর্ণ হবে। স্বাস্থ্য ভাল থাকবে। সব ইচ্ছা পূরণ হবে। বাবার সহযোগিতা পাবেন।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)