কর্মফল দাতা শনি নবগ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহ বলে মনে করা হয়। শনি এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করতে আড়াই বছর সময় নেয়। এরকম অবস্থায় পুরো রাশিচক্র পূরণ করতে শনির সময় লাগে ৩০ বছর। এর পাশাপাশি শনি সময়ে সময়ে অবস্থা বদল করে থাকে। শনি এই সময় কুম্ভ রাশিতে অস্ত গিয়েছে। এরই সঙ্গে ২৯ মার্চ শনি রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। যার ফলে ৬ এপ্রিল মীন রাশিতে শনির উদয় হবে। যার প্রভাব ১২টি রাশির ওপর পড়বে। তবে শনির উদয়ে ৫ রাশির বাম্পার লাভ হবে। আসুন জেনে নিন। ন্যায়াধিকার শনি ৬ এপ্রিল ভোর ৫টায় মীন রাশিতে উদিত হবে।
তুলা রাশি
শনির উদয়ের ফলে এই রাশিদের ভাল সময় আসতে চলেছে। এই রাশির জাতকেরা বলিষ্ঠ ও শক্তিশালী হয়ে উঠবে। জীবনে অনেক সুখ আসবে। এই রাশির জাতকেরা সব ক্ষেত্রে সফলতা পাবেন। এর পাশাপাশি যশ, সম্পত্তির প্রাপ্তি হবে। আপনি যে কাজের জন্য দীর্ঘ সময় ধরে পরিশ্রম করছেন, তাতে সফলতা পাবেন। কোর্ট-মামলায় সাফল্য আসবে।
বৃষ রাশি
এই রাশির জাতকেরা দীর্ঘ সময় ধরে অর্থ সংক্রান্ত সমস্যায় ছিলেন, তা এখন মিটতে চলেছে। বরিষ্ঠ আধিকারিক ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। আপনার কাজের প্রশংসা হবে। ব্যবসার চিন্তা দূর হবে এবং আপনি নিজের মনের মতো টাকা উপার্জন করতে পারবেন। অতিরিক্ত খরচ বন্ধ করুন এবং টাকা সঞ্চয় করতে সফল হবেন।
কর্কট রাশি
এই রাশির জাতকেরা ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে নিজের কেরিয়ার তৈরি করার জন্য ভাল সময় পাবেন। আপনার করা কাজে শনিদেব ফল দিতে পারেন। বেকার খরচ থেকে বাঁচবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে এবং আকস্মিক ধনলাভ হতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।
বৃশ্চিক রাশি
শনির উদয় বৃশ্চিক রাশির জাতকদের জন্য সুসময় নিয়ে আসবে। এই রাশির সব কাজে সফলতা বাধাধরা। চাকরি বদল করার কথা ভাবলে তাও করতে পারেন এই সময়। আপনার দ্বারা করা কাজ থেকে আপনি সফলতা পেতে পারেন। সন্তানের পক্ষ থেকে চলা সমস্যা মিটে যাবে। শেয়ার মার্কেটে বিনিয়োগের কথা ভাবলে এই সময় করতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। পছন্দের মানুষের সঙ্গে বিয়ে হতে পারে।
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকারা নিজের বিরোধীদের উপর লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। আপনার পরিশ্রমেরও প্রশংসা হবে। উন্নতির সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। সঞ্চয় করতে আপনি সফল হবেন। কোর্ট, আর আইনি মামলায় আপনি পাবেন সাফল্য।