Advertisement

Shani Asta 2025: একে মঙ্গলের বছর তার ওপর শনির দশা, বড়বাবার রোষে ৩ রাশির নরক যন্ত্রণা

Shani Asta 2025: বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে এই বছর মহাশিবরাত্রি পালিত হবে ২৬ ফেব্রুয়ারি। আর শিবরাত্রির পরের দিনই অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে অস্ত যাবে। জেনে রাখুন যে শনি অস্ত যাওয়ার পরেই আপনার অবস্থায় টাল মাটাল দেখা দেবে।

শনির অস্তশনির অস্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2025,
  • अपडेटेड 2:56 PM IST
  • বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে এই বছর মহাশিবরাত্রি পালিত হবে ২৬ ফেব্রুয়ারি।

বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে এই বছর মহাশিবরাত্রি পালিত হবে ২৬ ফেব্রুয়ারি। আর শিবরাত্রির পরের দিনই অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে অস্ত যাবে। জেনে রাখুন যে শনি অস্ত যাওয়ার পরেই আপনার অবস্থায় টাল মাটাল দেখা দেবে। তাই শনি অস্ত যেতেই কিছু রাশিদের কষ্ট শুরু হয়ে যাবে। এই রাশির টাকা-পয়সা লোকসান ও স্বাস্ব্য খারাপ হওয়ার যোগ তৈরি হচ্ছে। 

কর্কট রাশি
আপনাদের জন্য শনির অস্ত ক্ষতিকারক হতে পারে। কারণ এই রাশি শনিদেবের ঢাইয়াতে রয়েছে। এছাড়াও শনিদেব আপনার রাশির অষ্টম ঘরে থাকবে। তাই কেরিয়ার ও ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। অর্থের প্রবাহ কমে যেতে পারে। অপ্রয়োজনীয় খরচ হতে পারে। তাই ভেবেচিন্তে খরচ করুন। মানসিক অশান্তি বাড়বে। স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকতে হবে।

সিংহ রাশি
শনিদেবের অস্ত যাওয়ার পরই এই রাশির প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে। কারণ শনিদেব আপনার রাশির সপ্তম ঘরে অস্ত যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। তাই ঝগড়া-অশান্তি থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। চাকরির জায়গায় জুনিয়র ও সিনিয়রদের সঙ্গে কিছু বিষয় নিয়ে মতভেদ হতে পারে। 

বৃশ্চিক রাশি
শনিদেবের অস্ত যাওয়া আনাদের জন্য একেবারেই লাভদায়ক হবে না। এই সময় আপনি সম্পত্তি লেন-দেন না করলেই ভাল। মানসিক অশান্তি বাড়তে পারে। স্বাস্থ্যর দিকে মনোযোগ দিন। এই সময় গাড়ি সাবধানে চালান। কারণ দুর্ঘটনার যোগ রয়েছে। অপরদিকে শ্বশুরবাড়ি ও মায়ের সঙ্গে সম্পর্ক বিগড়াতে পারে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Read more!
Advertisement
Advertisement