জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে কর্মফল দাতা, ন্যায়াধিকার ও আয়ু প্রদাতা হিসাবে মানা হয়ে থাকে। তাই শনিদেবের চালে যখনই পরিবর্তন হয় তার সরাসরি প্রভাব পড়তে দেখা যায় মানব জীবনের ওপর। জেনে রাখুন, এপ্রিল মাসে শনিদেব উদয় হবে। শনিদেব মীন রাশিতে উদয় হচ্ছে, যেখানে গুরুগ্রহের আধিপত্য রয়েছে। এরকম অবস্থায় শনিদেবের উদয় হওয়ার প্রভাব সব রাশিদের ওপর পডতে দেখা যাবে। তবে কিছু রাশি এমন রয়েছে, যাদের অর্থলাভ ও উন্নতি যোগ তৈরি হবে।
বৃষ রাশি
আপনাদের জন্য শনিদেবের উদয় হওয়া লাভজনক প্রমাণিত হবে। কারণ শনিদেব আপনার রাশির আয় ও কর্মঘরের স্বামী। এইজন্য এই সময় আপনার ভাগ্যোদয় হতে পারে। এর সঙ্গে আপনার কাজ-ব্যবসায় ভাল সফলতা দেখতে পাবেন। আপনি আপনার কাজে যেটা চাইছেন সেটা পাবেন। আয় বাড়বে। এর সঙ্গে চাকুরিজীবিদের চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ পাবেন। বাবার সঙ্গে সম্পর্ক ভাল হবে। বিনিয়োগ থেকে লাভবান হবেন। শেয়ার বাজার, সট্টা থেকে লাভ হতে পারে।
মকর রাশি
শনিদেবের উদয় হওয়া আপনাদের জন্য সুখদায়ক ও লাভদায়ক প্রমাণিত হবে। কারণ শনিদেব আপনার রাশির তৃতীয় ঘরে উদয় হবে। এইজন্য এই সময় আপনি স কাজে সফল হবেন। সাহস ও বীরত্ব এই সময় বাড়বে। যাদের কাজ বিদেশের সঙ্গে যুক্ত, এই সময় ভাল লাভ হতে পারে। আটকে থাকা কাজ আবার শুরু হবে। আকস্মিক ধনলাভ হতে পারে। এর সঙ্গে আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে।
মিথুন রাশি
আপনাদের জন্য শনিদেবের উদয় হওয়া কেরিয়ার ও ব্যবসার জন্য শুভ প্রমাণিত হবে। কারণ শনিদেব আপনার রাশির কর্মঘরে উদয় হবে। কাজ ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। কর্মস্থানে শুভ সংবাদ পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। যুবকরা কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। বিনিয়োগের জন্য অই সময় বেশ ভাল।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)