Advertisement

Shani Vakri 2025: শনির উল্টো চালেই কিস্তিমাৎ, গাড়ি-বাড়ি সব পাবেন ৩ রাশি

Shani Vakri 2025: হিন্দু জ্যোতিষ অনুসারে শনি দেব এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে প্রায় ৩০ বছর পর রাশি পরিবর্তন করতে চলেছে। কারণ শনিদেব সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহ। ২৯ মার্চ শনিদেব মীন রাশিতে প্রবেশ করে ফেলেছে আর শনি জুলাইতে বক্রী হবে।

শনির উল্টো চালশনির উল্টো চাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2025,
  • अपडेटेड 11:41 AM IST
  • হিন্দু জ্যোতিষ অনুসারে শনি দেব এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে প্রায় ৩০ বছর পর রাশি পরিবর্তন করতে চলেছে।

হিন্দু জ্যোতিষ অনুসারে শনি দেব এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে প্রায় ৩০ বছর পর রাশি পরিবর্তন করতে চলেছে। কারণ শনিদেব সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহ। ২৯ মার্চ শনিদেব মীন রাশিতে প্রবেশ করে ফেলেছে আর শনি জুলাইতে বক্রী হবে। এরকম অবস্থায় শনিদেবের বক্রী হওয়ার প্রভাব সব রাশির জাতকদের ওপর পড়বে। তবে সেই রাশিদের মধ্যে ৩ এমন রাশি রয়েছে যাদের শুভ সময় শুরু হবে। এরই সঙ্গে এই রাশিদের আকস্মিক ধনলাভ ও কেরিয়ারে উন্নতির যোগ তৈরি হবে। 

কর্কট রাশি
আপনাদের জন্য শনিদেবের বক্রী হওয়া বেশ লাভদায়ক প্রমাণিত হবে। কারণ শনিদেব আপনার রাশির নবম ঘরে উল্টো অবস্থায় থাকবে। এই কারণে এই সময় আপনার ভাগ্য উজ্জ্বল হবে। এরই সঙ্গে অর্থ, সম্পত্তি ও বিনিয়োগ থেকে লাভ হবে। কেরিয়ারে অপ্রত্যাশিত উন্নতির যোগ তৈরি হচ্ছে এবং পারিবারিক জীবন সুখময় হবে। এই সময় আপনি দেশ-বিদেশের যাত্রা করতে পারবেন। এরই সঙ্গে আপনার ধর্ম-কর্মের দিকে রুচি বাড়বে। সঙ্গে মানসিক শান্তি ও আধ্যাত্মিক বিকাশ হবে। 

কুম্ভ রাশি
শনিদেবের উল্টো চাল কুম্ভ রাশির জন্য লাভদায়ক হতে পারে। কারণ শনিদেব আপনার রাশির ধন ও বাণীর স্থানে বক্রী হবে। এইজন্য এই সময় আপনার কথায় অন্যরা প্রাভাবিত হবে। যাতে লোক আকর্ষিত হবে। নতুন গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। মান-সম্মান বাড়বে। জীবনে সুখ-সুবিদা বাড়বে। এরই সঙ্গে এই সময় আপনার আর্থিক পরিস্থিতি আরও উন্নতি হবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। 

মিথুন রাশি
আপনাদের জন্য শনিগ্রহের উল্টো চাল লাভদায়ক প্রমাণিত হবে। কারণ শনিদেব আপনার রাশির কর্মস্থানে বক্রী রয়েছে। আপনার কাজ ও ব্যবসায় বিশেষ উন্নতি হবে। এরই সঙ্গে ব্যবসায়িদের জন্য সময় ভাল থাকবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। এরই সঙ্গে বিদ্যার্থী ও প্রতিযোগী পরীক্ষার্থীদের জন্য সময় অনুকীল থাকবে। সম্পত্তি থেকে লাভের যোগ তৈরি হবে আর পারিবারিক অশান্তি সমাপ্ত হবে। অপরদিকে চাকুরীজিবী লোকেদের পদোন্নতি হতে পারে। 

Advertisement

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)


 

Read more!
Advertisement
Advertisement