জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে কর্মফল দাতা হিসাবে মনে করা হয়। শনিকে ক্রুর গ্রহ বলেই মনে করা হয়। মানুষের কর্মের ওপর নির্ভর করে শনি সেই ফল প্রদান করে। যদি কারোর ওপর রুষ্ট হন তাহলে তার সবকিছু বরবাদ হয়ে যায়। বাকি গ্রহদের মতো শনিও নিয়মিতভাবে গোচর করে। যদিও শনির চাল খুবই ধীরগতিতে হয়। আড়াই বছর পর শনি এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে যায়। রাশি পরিবর্তন ছাড়াও শনি মাঝে মাঝেই নক্ষত্র পরিবর্তন করে। শনি এখন উত্তরাভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করছে। অক্টোবরের ৩ তারিখে এই নক্ষত্র থেকে বেরিয়ে পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। দেবতাদের গুরু বৃহস্পতি এই নক্ষত্রের অধিপতি। এরকম অবস্থায় শনি-গুরুর যুতিতে কিছু রাশির বিগড়ে যাওয়া ভাগ্য চমকাবে। আসুন সেই সৌভাগ্যশালী রাশি কারা জেনে নিই।
মিথুন রাশি
দিওয়ালির সময় শনির নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য খুবই শুভ হতে চলেছে। বৃহস্পতি-শনির আশীর্বাদ আপনার কর্মস্থানে বড় দায়িত্ব পাইয়ে দেবে। বেকার মানুষদের ভাল প্যাকেজ সহ চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি পুরনো বিনিয়োগ থেকে অর্থলাভ করতে পারবেন। আপনার কথা কেরিয়ারকে আগে নিয়ে যেতে সহায়তা করবে।
তুলা রাশি
শনিদেবের নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য সুখকর হবে। আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কোনও বড় সুখবর হঠাৎ করে আপনার ঝুলিতে এসে পড়বে। গঙ্গার ধারে কিছুদিন সময় কাটানোর সুযোগ পাবেন। চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তাহলে এই সময় ভাল প্যাকেজ সহ ভাল সুযোগ পাবেন। আপনি গাড়ি কেনার কথা ভাবতে পারেন।
কুম্ভ রাশি
আপনাদের জন্য অক্টোবর মাসে ভাল সময় শুরু হওয়ার যোগ তৈরি হচ্ছে। চাকরি-ব্যবসায় উন্নতি হওয়ার ভরপুর সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি তৈরি করার কথা ভাবতে পারেন। বাড়িতে আধ্যাত্মিক কোনও অনুষ্ঠান করতে পারেন। মা-বাবার স্বাস্থ্য ভাল থাকবে। আপনার ব্যক্তিত্ব আরও ভাল হবে। পরিশ্রমের ফ পাবেন এই সময়।