জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা হিসাবে দেখা হয়ে থাকে। শনিদেব ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন। এর পাশাপাশি শনি সোনা, রূপো, তামা ও লোহার পায়ে চলেন। ২৯ মার্চ শনির গোচরের পর বড়বাবা ৩ রাশিতে লোহার পায়ে চলবেন। জ্যোতিষে শনির লোহার পাকে শুভ হিসাবে দেখা হয় না। শনি যে সব রাশিতে লোহার পায়ে হাঁটেন তাঁদের জীবনে কষ্টের পাহাড় ভেঙে পড়ে। আসুন জেনে নিন কোন ৩ রাশিতে শনি লোহার পায়ে হাঁটবেন। বৈদিক শাস্ত্রমতে শনি যখন চতুর্থ, দশম, দ্বাদশ ঘরে প্রবেশ করেন তখনই শনিদেব লোহার পা ধারণ করেন ৷ এরফলেই জাতক-জাতিকাদের বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয় ৷
মেষ রাশি
মেষ রাশিতে শনির সাড়েসাতি শুরু হয়ে গিয়েছে। এরই সঙ্গে মেষ রাশিতে শনির লোহার পা কষ্ট আরও বাড়িয়ে দেবে। আপনাকে প্রত্যেক ক্ষেত্রে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
সিংহ রাশি
সিংহ রাশির ওপর শনির ঢাইয়া রয়েছে। তার ওপর শনির লোহার পা এই রাশির জাতকদের সব ক্ষেত্রে নিরাশ ও হতাশা করবে। সংঘর্ষপূর্ণ সময় থাকবে। অনেক লড়াইয়ের পর সফলতা পাবেন। ছোট ভুলের জন্য বড় শাস্তি পেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের শনির লোহার পা অনেক ক্ষেত্রে লোকসান দেবে। বিরোধীরা লোকসান করতে পারে আপনাদের। সম্মানহানি হতে পারে। ঢাইয়ার প্রভাবে আপনার খরচ বাড়বে। বিনিয়োগ থেকে আপনার লোকসান হতে পারে।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)