জ্যোতিষশাস্ত্রে শনিকে ক্রুর গ্রহ বলে মনে করা হয়। ২৯ মার্চ শনি কুম্ভ রাশি থেকে বেড়িয়ে মীন রাশিতে গোচর করবে। শনি কুম্ভ রাশিতে প্রবেশ করতেই শনির সাড়েসাতির পুরো খেলা ঘুরে যাবে। এই গোচরের পর সাড়েসাতির চাল নতুন ভাবে শুরু হবে। আসুন জেনে নিই যে মীন রাশিতে শনির গোচর কোন রাশির ওপর সাড়েসাতি শুরু করবে এবং সেই রাশিকে কতদিন পর্যন্ত কষ্ট সহ্য করতে হবে।
কুম্ভ রাশি
শনির মীন রাশিতে প্রবেশ করতেই কুম্ভ রাশিতে ২ বছর পর্যন্ত সাড়েসাতি চলবে। এই রাশির জাতকদের মার্চ মাসে অনেক লোকসান হতে পারে। সাড়েসাতি চলার সময় আপনার মাথায় ঋণের বোঝা বাড়তে পারে। সম্পত্তিগত মামলায় বাধা আসবে। রোগ-অসুস্থতার কারণে টাকা খরচ হবে।
মীন রাশি
মীন রাশিতে প্রায় ৪ বছর পর্যন্ত সাড়েসাতি চলবে। এই সময় আপনার সাড়েসাতির খারাপ প্রভাবের মুখোমুখি হতে হবে। আপনার কেরিয়ার-ব্যবসায় চ্যালেঞ্জের সামনা সামনি হতে হবে। অনেক সংঘর্ষের পরই আপনি সফল হবে। আয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের ওপর সাড়েসাতির প্রভাব সবচেয়ে দীর্ঘসময় পর্যন্ত থাকবে। মেষ রাশির ওপর ৭ বছর পর্যন্ত সাড়েসাতি চলবে। এই ৭ বছরে আপনার দাম্পত্য জীবনে ঝগড়া-অশান্তি হবে। পারিবারিক চিন্তা থেকে মন অশান্ত থাকবে। অর্থ সঙ্কট দেখা দেবে।