২৯ মার্চ শনিদেব মীন রাশিতে গোচর করতে চলেছেন। এই গোচরের পর শনির পায়াও বদলে যাবে। আসলে শনির চারটে পা হয়। সোনা, রূপো, লোহা ও তামা। শনি যখন মীন রাশিতে এন্ট্রি নেবেন তখন বৃষ, তুলা ও মীন রাশিতে সোনার পায়ে হাঁটবেন, শনির এই স্বর্ণ পা মিশ্র ফল দেবেন।
বৃষ রাশি
শনির স্বর্ণ পা আপনার জীবনে সংঘর্ষ বাড়াবে। তবে পরিশ্রম করে কোনও কাজ করলে আপনি সফলতা অবশ্যই পাবেন। ভাই-বোনেদের সঙ্গে ঝগড়া হতে পারে। বৈবাহিক জীবনে সুখী হতে হলে আপনাকে সঙ্গীর কথাকে বুঝতে হবে।
তুলা রাশি
পেশাগত জীবনে খুব সামলে থাকতে হবে এই সময়টা। স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকতে হবে এই রাশিদের। অসুখের ঝুঁকি বাড়বে। ব্যবসায় পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাবেন। অতীতে করা কোনও বিনিয়োগ থেকে আপনার বড় লাভ হবে।
মীন রাশি
স্বর্ণ পায়ে চলার ফলে আপনার ওপর নেতিবাচকতা আসতে পারে। এই সময় আপনি যত বেশি সক্রিয় থাকবেন, ততটাই ভাল পরিণাম পাবেন। সোনার পায়ে হাঁটার সময় এই রাশির কিছু মানুষ গয়না কিনতে পারেন। বিনিয়োগ থেকে ভবিষ্যতে টাকা আসবে।
২৯ মার্চ ২০২৫, শনিবার শনিদেব নিজের রাশি পরিবর্তন করতে চলেছে। শনিবার রাত ১১টা বেজে ১ মিনিটে কর্মফল দাতা শনি মীন রাশিতে গোচর করবেন। শনির মীন রাশিতে যেতেই কিছু রাশিতে শনির সাড়েসাতি ও শনির ঢাইয়া থেকে মুক্তি পাবে। আর কিছু রাশির জাবনে সাড়েসাতি ও ঢাইয়ার অশুভ প্রভাব শুরু হবে। মেষ, সিংহ, ধনু, মীন ও কুম্ভ রাশিতে শনির সাড়েসাতি ও ঢাইয়া শুরু হবে। অপরদিকে মকর, কর্কট ও বৃশ্চিক রাশি শনির দশা থেকে মুক্তি পাবে।