এই সময় শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে বিরাজ করছেন। আর এই সময় শনি মঙ্গলের সঙ্গে মিলে ষড়ষ্টক নামে রাজযোগের নির্মাণ করছে। জ্যোতিষ শাস্ত্রে, ষড়ষ্টক যোগকে বেশ অশুভ বলেই মনে করা হয়। এই যোগ তৈরি হতেই জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দেবে। তবে কিছু রাশির ওপর শনির পাশাপাশি মঙ্গলেরও সুনজর পড়বে। আসুন জেনে নিই ষড়ষ্টক যোগের তৈরি হতেই কোন কোন রাশির লাভ হতে চলেছে। জ্যোতিষ মতে, এই সময় মঙ্গল কর্কট রাশিতে বিরাজ করছে এবং শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে। যখন এই দুই গ্রহ একে-অপরের ষষ্ঠ ও অষ্টম ঘরে থাকে তখনই ষড়ষ্টক যোগ তৈরি হয়।
মেষ রাশি
ধনধান্য বৃদ্ধি হওয়ার যোগ তৈরি হচ্ছে। আয়ের নতুন রাস্তা তৈরি হবে। ব্যবসায় আপনি কোনও নতুন যোজনা তৈরি করবেন। স্বাস্থ্য এই সময় ভাল থাকবে। শনি-মঙ্গলের পডাষ্টক যোগ বৈবাহিক জীবনে একাধিক সুখ নিয়ে আসবে। দাম্পত্য জীবন সুখকর হবে। স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার মধ্যে চলা ঝগড়া এবার শেষ হবে।
তুলা রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। খরচ কম হবে। ঋণের বোঝা কম হবে। বিনিয়োগকারীদের ভবিষ্যতে প্রচুর লাভ হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ পূরণ হবে। পরিবারে চলা সমস্যা এবার শেষ হবে। মা-বাবার সহযোগিতা পাবেন।
কুম্ভ রাশি
আত্মবিশ্বাস, সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। সবক্ষেত্রে সফলতা পাকা। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার পূরণ হবে। কেরিয়ার-ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন। চাকরির খোঁজ করা যুবকেরা এই সময় শুভ সংবাদ পাবেন। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাবেন।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)