কর্মফলদাতা শনি এই বছর গুরুর মীন রাশিতে গোচর করে ফেলেছে। এখন এই মাসেই অর্থাৎ জুলাইতে শনি মার্গী হবে। ১৩ জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত শনি মীন রাশিতে সোজা অবস্থায় থাকবে। শনির মার্গী হওয়ায় এর প্রভাব সব ১২টি রাশির ওপর পড়বে। তবে রাশিচক্রের এমন ৩ রাশি রয়েছে, যাদের শনির এই মার্গী দুর্দান্ত ফল দিতে চলেছে। আসুন সেই সৌভাগ্যময় রাশিদের বিষয়ে জেনে নিই।
বৃষ রাশি
শনি মার্গী হতেই বৃষ রাশির জাতকদের শুভ ফল প্রাপ্তি হবে। আয় বাড়বে আর কেরিয়ারে সফলতা অর্জন করবে। অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে। প্রেম জীবনে গভীরতা আসবে। জাতকদের জীবনে ভারসাম্য আসবে।
ধনু রাশি
শনির মার্গী হওয়া ধনু রাশির জাতকদের জন্য শুভ সময় নিয়ে আসবে। ব্যবসায় জাতকদের জন্য এই সময়কালটা ভাল যাবে। লাভের যোগ তৈরি হচ্ছে। নতুন চাকরির সঙ্গে পদোন্নতি হবে। ঘর পরিবারে শান্তি বজায় থাকবে। আর্থিক অবস্থা দৃঢ় থাকবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য শনির মার্গী হওয়া শুভ প্রমাণিত হতে পারে। জাতকদের জীবনে চলা সমস্যার অবসান হবে। সন্তানের পক্ষ থেকে কোনও শুভ খবর পেতে পারেন। জাতকদের স্বাস্থ্য শুধরাবে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)