Advertisement

Shani Margi: শনির সোজা চালেই লক্ষ্মীলাভ, ৫ মাস ধরে সুখের মুখ দেখবে ৩ রাশি

Shani Margi: জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। ব্যক্তির কাজের ওপর নির্ভর করে শনিদেব ফল প্রদান করে থাকেন। শনিদেব কুম্ভ ও মকর রাশির অধিপতি বলে মনে করা হয়। শনিদেব এক রাশিতে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে এবং ১২টি রাশির চক্র পূর্ণ করতে ৩০ বছর সময় লাগে শনিদেবের। এরই মাঝে শনি বক্রী ও মার্গী হতে থাকে।

শনির মার্গীশনির মার্গী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2025,
  • अपडेटेड 7:04 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। ব্যক্তির কাজের ওপর নির্ভর করে শনিদেব ফল প্রদান করে থাকেন। শনিদেব কুম্ভ ও মকর রাশির অধিপতি বলে মনে করা হয়। শনিদেব এক রাশিতে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে এবং ১২টি রাশির চক্র পূর্ণ করতে ৩০ বছর সময় লাগে শনিদেবের। এরই মাঝে শনি বক্রী ও মার্গী হতে থাকে। ১৩ জুলাই ২০২৫ সালে মীন রাশিতে মার্গী হবে আর ২৮ নভেম্বর পর্যন্ত সোজা চালে থাকবে শনিদেব। এই গোচরের ফলে ৫ মাস পর্যন্ত কিছু রাশির সুখ-সমৃদ্ধি জমিয়ে আসবে। আসুন সেই ভাগ্যশালী রাশি কারা জেনে নিই। 

মকর রাশি
শনিদেব মার্গী হতেই আপনাদের জন্য তা ফলদায়ক প্রমাণিত হবে। এই ৫ মাস পর্যন্ত আপনি অনেক সফলতা পাবেন। আপনার আটকে থাকা কাজ নিজে নিজেই সফল হওয়া শুরু করে দেবে। আপনি ভাই-বোনের পূর্ণ সমর্থন পাবেন। আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি হবে। আপনার প্রমোশন হতে পারে। 

বৃষ রাশি
শনির মার্গী আপনাদের আয় বাড়তে সাহায্য করবে। আপনার চাকরিতে ইনক্রিমেন্টের সঙ্গে পদোন্নতি বাধা। খরচের চেয়ে আপনার আয় আরও বাড়বে। পরিবারে মধুরতা আসবে। আপনি ঘরে সুখ-সুবিধা দেয় এমন কিছু জিনিসের আগমন হবে। সমাজে মান-সম্মান অর্জন হবে। 

কর্কট রাশি
আপনার ওপর শনির ভরপুর কৃপা থাকবে। সিঙ্গলদের বিয়ের প্রস্তাব আসতে পারে। বিবাহিত মানুষদের দাম্পত্য জীবন ভাল চলবে। আপনার মন আধ্যাত্মিকতার দিকে বাড়তে পারে। ঘরে কোনও মাঙ্গলিক বা শুভ কাজ হওয়ার যোগ রয়েছে। ভাগ্য সঙ্গ দেবে। আপনার ব্যবসায় কোনও বড় লাভ হবে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Read more!
Advertisement
Advertisement