জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। গ্রহদের মধ্যে শনি সবচেয়ে শক্তিশালী গ্রহ বলে মনে করা হয়। ব্যক্তিকে তাঁর ভাল-খারাপ কাজের ওপর শনি তাঁকে ফল প্রদান করে থাকেন। বর্তমানে শনিদেব মীন রাশিতে বিরাজ করছে, বক্রী অবস্থায় রয়েছে গ্রহরাজ। জুন ২০২৭ পর্যন্ত এই রাশিতেই থাকবে শনি। দশমীর পর শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে, যার প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যাবে। শনি এখন উত্তরাভাদ্রপদ নক্ষত্রে রয়েছে আর ৩ অক্টোবর পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এর ফলে কিছু রাশির জীবনে বড় লাভ হতে চলেছে।
কর্কট রাশি
শনির নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জাতকদের জন্য খুবই শুভ হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। জীবনে সুখ আসবে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সঙ্গ পাবেন। দাম্পত্য জীবন সুখের হবে। আটকে থাকা কাজে গতি আসবে। আয়ের নতুন সুযোগ পাবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় খুশি নিয়ে আসবে। আর্থিক সমস্যা থেকে স্বস্তি পাবেন। ব্যবসায় বড় লাভ হতে পারে। বিদেশ সফরের যোগ তৈরি হচ্ছে। বিনিয়োগ থেকে লাভ হবে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। অর্থলাভ হবে। চাকরিজীবীদের জন্য ভাল সময় আসছে, বেতনের সঙ্গে সঙ্গে প্রমোশন ও ভাল ইনক্রিমেন্ট হতে চলেছে। বড়সড় সুবিধা হতে চলেছে জীবনে। আর্থিক সাফল্য আসবে। জীবন আগের থেকে আরও সুন্দর হতে চলেছে।
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য এই পরিবর্তন ভাল সময় নিয়ে আসছে। ভাগ্যের পুরো সঙ্গ পাবেন। পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। ব্যবসায় লাভ হবে। বৈবাহিক জীবন সুখকর হবে। আত্মবিশ্বাস বাড়বে। সমাজে মান-সম্মান বাড়বে। চাকুরীজীবিদের প্রমোশনের যোগ তৈরি হচ্ছে।