২৯ মার্চ শনিদেব মীন রাশিতে গোচর করতেই সাড়েসাতি ও ঢাইয়ার অঙ্ক বদলে গিয়েছে। এই মুহূর্তে তিন রাশির ওপর সাড়েসাতি ও ২ রাশির ওপর ঢাইয়া চলছে। শনির মীন রাশিতে যেতেই কুম্ভ রাশির ওপর সাড়েসাতির তৃতীয় চরণ, মীন রাশির ওপর দ্বিতীয় চরণ ও মেষ রাশির ওপর প্রথম চরণ শুরু হয়ে গিয়েছে। অপরদিকে, সিংহ ও ধনু রাশির ওপর শনির ঢাইয়া শুরু হয়ে গিয়েছে। এই ৫ রাশির মধ্যে খারাপ কাজ যারা করবে শনিদেব তাদের কড়া পরীক্ষা নেবে।
মেষে সাড়েসাতির প্রভাব
মেষ রাশির ওপর সাড়েসাতির প্রথম চরণে চাকরি, ব্যবসা ও কেরিয়ারে বাধা আসবে। উপার্জন প্রাভাবিত হবে। খরচ বাড়বে। দাম্পত্য সমস্যা দেখা দেবে। পরিশ্রম করেও
কুম্ভে প্রভাব
কুম্ভে সাড়েসাতির তৃতীয় চরণে কিছু কষ্ট কম হবে। কিন্তু ভাবমূর্তি নষ্ট, ষড়যন্ত্র এবং আদালতের মামলা সম্পর্কে সতর্ক থাকতে হবে। কেরিয়ার ঘুরবে তবে একটু সময় নেবে। আশানুরূপ ফল পাবেন না। পরিশ্রম করলেও ফল পাবেন অনেক দেরিতে।
মীন রাশিতে প্রভাব
মীন রাশির ওপর সাড়েসাতির দ্বিতীয় চরণ চলছে। এর ফলে অর্থের লোকসান ও রোজগার সম্পর্কিত সমস্যা বাড়বে। রোগ-অসুখ থেকে সতর্ক থাকবেন। দাম্পত্য জীবনে মস্যা বাড়বে। আর্থিক অবস্থাও ভাল থাকবে না।
ঢাইয়ার প্রভাব
সিংহ রাশি
সিংহ রাশির ওপর ঢাইয়ার প্রভাবে জরুরি কাজে সমস্যা দেখা দেবে। কর্মস্থানে বাধা আসবে আর বাড়িতে অশান্তির সম্ভাবনা বাড়বে। জলের মতো টাকা খরচ হবে। দাম্পত্য জীবন তিক্ত হবে।
ধনু রাশি
কেরিয়ার-ব্যবসায় সঙ্কট আসবে। চাকরিতে লক্ষ্য অর্জন করায় সমস্যা দেখা দেবে। সন্তানের পক্ষ থেকে সমস্যা আসতে পারে। হওয়া কাজও বিগড়ে যাবে। আর্থিক দিক খারাপ হতে শুরু করবে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে।