Advertisement

Shani Uday 2025: শনি মাথা তুলতেই সুসময়, বড়বাবার কৃপায় ৩ রাশির বাড়বে বেতন

Shani Uday 2025: জ্যোতিশাস্ত্র মতে, শনিদেব ৩০ বছর পর মীন রাশিতে উদয় হতে চলেছে। এরকম অবস্থায় এর প্রভাব বেশ কিছু রাশির ওপর পড়বে। শনিকে কর্মফলদাতা হিসাবে মনে করা হয়। নটি গ্রহের মধ্যে শনি সবচেয়ে বেশি শক্তিশালী গ্রহ। শনির দশা জীবনে দীর্ঘদিন ধরে থাকে। শনিকে কর্মফল দাতা ও ন্যায়ের দেবতা বলে মনে করা হয়।

শনিদেবের গোচরশনিদেবের গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Feb 2025,
  • अपडेटेड 12:12 PM IST
  • জ্যোতিশাস্ত্র মতে, শনিদেব ৩০ বছর পর মীন রাশিতে উদয় হতে চলেছে।

জ্যোতিশাস্ত্র মতে, শনিদেব ৩০ বছর পর মীন রাশিতে উদয় হতে চলেছে। এরকম অবস্থায় এর প্রভাব বেশ কিছু রাশির ওপর পড়বে। শনিকে কর্মফলদাতা হিসাবে মনে করা হয়। নটি গ্রহের মধ্যে শনি সবচেয়ে বেশি শক্তিশালী গ্রহ। শনির দশা জীবনে দীর্ঘদিন ধরে থাকে। শনিকে কর্মফল দাতা ও ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। জেনে রাখুন, শনি ২৮ ফেব্রুয়ারি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে অস্ত যাবে এবং ৩৭ দিন পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে। এরপর ৬ এপ্রিল ভোর ৫টা ৫ মিনিটে উদয় হবে এবং মীন রাশিতে প্রবেশ করবে। শনি উদয়ের সঙ্গে সঙ্গে আরও বেশি করে শক্তিশালী হয়ে যাবে। আসুন জেনে নিই কোন ৩ রাশির ভাগ্য চমকাতে চলেছে। 

বৃষ রাশি
এই রাশিদের জন্য শনির উদয় খুবই লাভদায়ক প্রমাণিত হবে। এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে সফলতা আসবে। কাজের প্রশংসা হবে। উচ্চ আধিকারিকদের সঙ্গে ভাল সম্পর্ক স্থাপন হবে। চাকরিতে চলা সমস্যা দূর হবে। উন্নতির সঙ্গে আয়ও বাড়বে। প্রত্যেক ক্ষেত্র সাফল্য পাবেন। সন্তানের পক্ষ থেকে চলা সমস্যা এবার শেষ হবে। আপনার অনেক ইচ্ছা পূরণ হবে। ব্যবসায় খুব সফলতা পাবেন। কাজ সংক্রান্ত সফর করতে পারেন। অর্থলাভের যোগ রয়েছে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য শনির উদয় সুসময় নিয়ে আসবে। প্রতিটি ক্ষেত্রে সফলতা বাধাধরা। কাজের জায়গায় আপনি ভাল কাজ দেখাতে পারবেন। আপনার ওপর একটু বেশি চাপ পড়তে পারে। মা-বাবার স্বাস্থ্য ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক স্থাপন হবে। আপনার অনেক ইচ্ছে পূরণ হবে। ভাগ্য সঙ্গ দেবে। কেরিয়ারে অনেক লাভ করতে পারবেন। 

তুলা রাশি
শনির উদয়ে তুলা রাশির ভাগ্য খুলে যাবে। সবক্ষেত্রে অপার সফলতা পাওয়ার পাশাপাশি শত্রুদের পরাস্ত করতে পারবেন। আপনার কাজের প্রশংসা হবে। পদোন্নতির সঙ্গে বেতন বাড়বে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। মামলা-মোকদ্দমা, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলায় সফলতা অর্জন হবে। যে সব পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে সফলতা পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Read more!
Advertisement
Advertisement