Advertisement

Shani Vakri 2025: শনির উল্টো চালেই কিস্তিমাৎ, ৩ রাশির জীবনে আসতে চলেছে সুখের সময়

Shani Vakri 2025: জ্যোতিষ শাস্ত্রে শনির গোচরকে খুবই বিশেষ বলে মনে করা হয়। যার প্রভাব সরাসরি দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। শনির চাল বদলের ফলে কিছু রাশির লাভ হয় তো কিছু রাশির লোকসান। বিশ্বাস করা হয় যে, শনি যদি তাঁর কৃপাদৃষ্টি দেয় তাহলে কাঙালও রাজা হয়ে যায়।

শনি বক্রীশনি বক্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2025,
  • अपडेटेड 7:44 PM IST
  • জ্যোতিষ শাস্ত্রে শনির গোচরকে খুবই বিশেষ বলে মনে করা হয়।

জ্যোতিষ শাস্ত্রে শনির গোচরকে খুবই বিশেষ বলে মনে করা হয়। যার প্রভাব সরাসরি দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। শনির চাল বদলের ফলে কিছু রাশির লাভ হয় তো কিছু রাশির লোকসান। বিশ্বাস করা হয় যে, শনি যদি তাঁর কৃপাদৃষ্টি দেয় তাহলে কাঙালও রাজা হয়ে যায়। আসলে ১৩ জুলাই শনি সকাল ৭টা ২৪ মিনিটে মীন রাশিতে বক্রী হতে চলেছেন আর ২৮ নভেম্বরে মার্গী হবেন। শনির বক্রী চাল ১৩৮দিন পর্যন্ত চলবে, যা কিছু রাশির জন্য লাভদায়ক প্রমাণিত হবে। 

বৃষ রাশি
শনির বক্রী চালে বৃষ রাশির ভাগ্যের দরজা খুলবে। কেরিয়ার ও ব্যবসা শীর্ষে পৌঁছাবে। ভাল চাকরির যোগ তৈরি হবে। পড়ুয়াদের জন্য ভাল সময়। সমাজে মান-সম্মান বাড়বে। বৃষ রাশির জাতকেরা চাকরিতে পদ-প্রতিষ্ঠা পাবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক পরিস্থিতি বদলাবে। ব্যবসায় লাভ হবে। লম্বা সময় ধরে কোনও আটকে থাকা কাজ মিটে যেতে পারে। এছাড়াও এই সময় জীবনে সুখ শান্তি আসতে পারে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই সময় খুবই শুভ হতে চলেছে। কোনও নতুন কাজের সূচনা হতে পারে। কোনও বড় সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা আরও ভাল হবে। দাম্পত্য জীবনে মধুরতা আসবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল হবে। এই সময় ভাগ্যের পূর্ণ সাহায্য মিলবে। সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ সময়। এছাড়াও এই সময় ভাগ্যের সাহায্য মিলবে। 

কন্যা রাশি
কন্যা রাশির জাতকেরা চাকরিতে সফলতা প্রাপ্ত হবে। পরিশ্রমের কারণে সহকর্মীদের সঙ্গ পাবেন। আর্থিক পরিস্থিতি ভাল হবে। ভাল আয় হবে। বেতন বাড়বে। দাম্পত্য জীবন আরও ভাল হবে। সব ধরনের আটকে থাকা কাজ ফের শুরু হবে। এই সময় পারিবারিক জীবনে সুখ আসতে চলেছে। লোহা এবং মেশিনের ব্যবসায় লাভ হতে চলেছে। দীর্ঘকালীন কোনও বিনিয়োগ থেকে আপনার লাভ মিলতে পারেন। বৈবাহিক জীবনে সুখের সময় আসতে চলেছে। জীবন সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটবে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement