নবগ্রহের মধ্যে শুক্র রাশিকে অসুর অর্থাৎ দৈত্যদের গুরু বলে মানা হয়ে থাকে। শুক্র ধন, বিয়ে, ঐশ্বর্য, প্রেম, বিলাসিতার কারক। কারোর জীবনে শুক্র ভাল অবস্থায় থাকলে, সেই ব্যক্তি সবদিক দিয়ে সুখী হন। আর শুক্রের অবস্থান বদল হলেই এই সব ক্ষেত্রে প্রভাব পড়তে দেখা যায়। দোলের পর পরই ১৯ মার্চ রাত ৭টার সময় শুক্র মীন রাশিতে অস্ত যাবে। শুক্র এখানে ২৩ মার্চের সকাল ৫টা ৫২ মিনিটে উদিত হবে। সূর্যের কাছাকাছি শুক্র গেলে প্রভাবশালী হয়ে যায়। জ্যোতিষ মতে, শুক্রের অস্ত যাওয়ার পরই মানুষের জীবনে প্রেম, রোম্যান্স কম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নিই কোন কোন রাশি বিপদে পড়বে।
কর্কট রাশি
কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের অস্ত ভাল পরিণাম দেবে না। জীবনে আর্থিক সমস্যা দেখা দেবে। পরিশ্রমের পরও সন্তোষজনক সফলতা পাবেন না। সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের চোখ ও মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত।
মেষ রাশি
শুক্র অস্ত যাওয়ার ফলে মেষ রাশির ওপর অশুভ প্রভাব দেখা দেবে। অহংকার চলে আসতে পারে, যার জেরে সম্পর্কে তিক্ততা আসবে। প্রেমের জীবনে অশান্তি। ব্যবসায় অনেক ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। কেরিয়ারে কাজের চাপ বাড়বে। বসের থেকে কাজের প্রশংসা পাবেন না। প্রমোশন-পদোন্নতি এই সময় কিছুই হবে না। ব্যবসায় অংশীদারের সঙ্গে সমস্যা বাড়তে পারে।
সিংহ রাশি
শুক্রের অস্ত সিংহ রাশির জীবনে নেতিবাচকতা নিয়ে আসবে। সঞ্চয় করতে পারবেন না। প্রেমের সম্পর্কে বাধা আসবে। আপনার চিন্তাভাবনা নিয়ে মতভেদ তৈরি হতে পারে। বৈবাহিক জীবনে মনোমালিন্য হতে পারে। পরিশ্রমের ফল পাবেন না। নিজের ব্যবসা হলে পার্টনারশিপে সমস্যা হবে। আয় ও লাভ কম হবে। টাকা বেশি সঞ্চয় করতে পারবেন না।