বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজা সূর্য ও দৈত্যদের গুরু শুক্রকে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয়। এই দুই গ্রহ একে-অপরের শত্রু গ্রহ বলেই বিবেচিত। তবে যদি আপনার কোষ্ঠীতে এদের অবস্থান ভাল থাকে, তাহলে শুভ ফল দেয় এরা। এই সময় সূর্য বৃষ রাশিতে ও শুক্র মীন রাশিতে বিরাজমান। রবিবার রাত ১০টা ২৫ মিনিটে সূর্য-শুক্র একে-অপরের ৪৫ ডিগ্রি কোণে রয়েছেন, যার ফলে অর্ধকেন্দ্র যোগের নির্মাণ হয়েছে। এই যোগের নির্মাণে কিছু রাশির জাতকদের লাভ হবে। আসুন দেখে নিই কোন কোন রাশি ভাগ্যবান হবেন।
মেষ রাশি
এই রাশির জাতকদের জন্য সূর্য-চন্দ্রের অর্ধকেন্দ্র যোগ শুভ প্রমাণিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। আপনাদের জন্য শুক্র গ্রহ ফলদায়ক হবে। কোনও দীর্ঘ সফরে যেতে পারেন। এতে আপনার লাভ হবে। বিদেশ বা কোনও দূরবর্তী স্থান থেকে আপনি অর্থলাভ করতে পারবেন। আয়ের বিষয়ে আপনি লাভবান হবেন। চাকরির সঙ্গে ভাল বেতন পেতে পারেন। ব্যবসায় আপনার তৈরি কৌশল কাজে আসবে। জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। মনোরঞ্জনের দিক থেকে এই সময়টা ভাল যাবে।
কর্কট রাশি
অর্ধকেন্দ্র যোগ কর্কট রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। এই রাশির জাতকদের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। সমাজে মান-সম্মানের বৃদ্ধি হবে। এই রাশির জাতকদের আকস্মিক ধনলাভের সঙ্গে ধন-সম্পত্তি বৃদ্ধি হবে। এরই সঙ্গে কোনও বড় বিনিয়োগ করতে পারেন। চাকুরিজীবী জাতকদের জন্য এই সময়কাল ভাল যাবে। আপনাক যোগ্যতা ও প্রতিভার জেরে লাভ পাবেন। মা-বাবার সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। প্রেমের সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। কোনও ধার্মিক যাত্রায় যেতে পারেন। জমি, বাড়ি ও গাড়ি সংক্রান্ত মামলায় ভাল পরিণাম পাবেন।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের জন্য অর্ধকেন্দ্র রাজযোগ শুভ প্রমাণিত হবে। এই রাশির জাতকদের ব্যবসা ও চাকরি থেকে অনেক লাভ হবে। সন্তানের পক্ষ থেকে ভাল চিন্তা কম হবে। আমোদ-প্রমোদের জন্য এই সময় ভাল প্রমাণিত হবে। সমাজে মান-সম্মান বৃদ্ধি হবে। ইতিবাচকতা আসবে। অংশীদারের ব্যবসায় লাভ হবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কাজের জায়গায় আপনার দায়িত্ব বাড়বে। যেটা আপনি সফলতার সঙ্গে পালন করবেন।