Advertisement

Ketu Gochar 2025: বছর শেষে কামাল দেখাবে কেতু, ছায়াগ্রহের কৃপায় ৩ রাশির ব্যাঙ্ক-ব্যালেন্স বাড়বে

Ketu Gochar 2025: পাপী গ্রহ কেতু ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার মাঝরাত ২টো ১১ মিনিটে পূর্বফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় পদে গোচর করবে। শুক্রের অধিপতি ও এই নক্ষত্রে কেতু প্রবেশ করতেই তার প্রভাব ১২টি রাশির ওপর দেখতে পাওয়া যাবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে আধাত্ম্য, বৈরাগ্য ও সৃজনশীলনার কারক হিসাবে ধরা হয় এই ছায়াগ্রহ কেতুকে।

কেতুর নক্ষত্র পরিবর্তনকেতুর নক্ষত্র পরিবর্তন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 12:13 PM IST
  • পাপী গ্রহ কেতু ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার মাঝরাত ২টো ১১ মিনিটে পূর্বফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় পদে গোচর করবে।

পাপী গ্রহ কেতু ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার মাঝরাত ২টো ১১ মিনিটে পূর্বফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় পদে গোচর করবে। শুক্রের অধিপতি ও এই নক্ষত্রে কেতু প্রবেশ করতেই তার প্রভাব ১২টি রাশির ওপর দেখতে পাওয়া যাবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে আধাত্ম্য, বৈরাগ্য ও সৃজনশীলনার কারক হিসাবে ধরা হয় এই ছায়াগ্রহ কেতুকে। যিনি পূর্বফাল্গুনীর দ্বিতীয় পদে গোচর করতেই ৩ রাশির জাকদের ওপর বিশেষ প্রভাব দেখা দেবে। জাতকেরা এই সময় অনেক লাভবান হবেন।

মেষ রাশি
কেতুর এই নক্ষত্র গোচর মেষ রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে। এই সময় জাতকদের সৃজনশীলতা বাড়বে। প্রেম সম্পর্ক আরও ভাল হবে। সিঙ্গল জাতকেরা সঙ্গী খুঁজে পাবেন। যে সব জাতকেরা পড়াশোনা করছেন তাঁদের মনোযোগ বাড়বে। নতুন কাজ বা পরিকল্পনার ওপর কাজ শুরু করতে পারেন। আধ্যাত্মিকভাবে উন্নতি হবে। অর্থলাভের লক্ষ্য সম্পূর্ণ হবে। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য কেতুর এই পদ নক্ষত্র গোচর শুভ পরিণাম দেবে। ব্যক্তিত্ব আরও ভাল হবে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। আধ্যাত্মিকভাবে সক্রিয় থাকবেন। কর্মক্ষেত্রে কাজ করার ক্ষমতা বাড়বে। যে কাজটি করে ফেলেছেন তার জন্য প্রশংসা পেতে পারেন। অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে। চিন্তা ভাবনা জোরালো হলেও বেশি চিন্তায় মানসিক অশান্তি বাড়তে পারে। 

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য কেতুর এই পদ গোচর আয় বাড়ানোর রাস্তা প্রশস্ত করবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে। কর্মক্ষেত্রে জাতকদের সহকর্মীর থেকে লাভ পাবেনয কোনও বস্তু বা কোনও সম্পর্কর থেকে মনোযোগ সরতে পারে। নিজেকে উপলব্ধি করার বড় সুযোগ বা দায়িত্ব পেতে পারেন। জাতকেরা পুরনো লক্ষ্য প্রাপ্ত করে সফল হতে পারেন। 

(এই খবরটি শুধুমাত্র আপনাকে সচেতন করার জন্য লেখা হয়েছে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Advertisement

Read more!
Advertisement
Advertisement