বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যকে নবগ্রহের রাজা বলে মনে করা হয়। সূর্যের শুভ প্রভাবে জাতকের জীবনে সাফল্য, জনপ্রিয়তা, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সরকারি চাকরি পাওয়ার উপরেও সূর্যের বিশেষ ভূমিকা থাকে। জ্যোতিষ অনুসারে কোনও সরকারি কাজ সঠিক ভাবে সম্পন্ন হওয়া বা না হওয়ার উপরেও সূর্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিছু রাশির ওপর সূর্যের কৃপাদৃষ্টি থাকে। আসুন জেনে নেওয়া যাক তাঁরা কারা।
সিংহ রাশির গ্রহাধিপতি হলেন সূর্য। সেই কারণে স্বাভাবিক ভাবে সিংহ রাশি হল সূর্যের অন্যতম প্রিয় রাশি। এছাড়া মেষ রাশিতেও সাধারণত সূর্যদেব তাঁর শুভ প্রভাব বিস্তার করে থাকেন। এই দুই রাশিতে অবস্থান করলে সবথেকে ভালো ফল প্রদান করেন সূর্য। তাই সাধারণত সিংহ ও মেষ রাশির জাতকদের উপর সূর্যের আশীর্বাদ থাকে। সূর্যের প্রভাবে এই দুই রাশির জাতকদের মধ্যে বীরত্ব ও আত্মবিশ্বাস বেশি থাকে। সবাইকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও সহজাত ভাবেই থাকে মেষ ও সিংহ রাশির জাতকদের মধ্যে।
মেষ রাশি
সূর্যদেবের কৃপাধন্য হন এই রাশির জাতক জাতিকারা। মেষ রাশির স্বামী মঙ্গলগ্রহ। এই মেষ রাশিকেই সবচেয়ে প্রথম রাশি বলে মনে করা হয়। সূর্যদেবের কৃপাধন্য হওয়ায় এই রাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসে ভরপুর হন। এঁরা বহু বিধ বিষয়ে সাহসী হন। এঁরা পরিশ্রমের ফল পান সর্বদা। এঁরা নিজের কাজ নিয়ে খুবই সৎ। এঁরা নিজের কাজের প্রতি সৎ থাকতে ভালোবাসেন। সূর্যদেবের কৃপায় এঁরা সব ক্ষেত্রে নাম করেন।
সিংহ রাশি
সিংহ রাশি হল, সূর্যদেবের আপন রাশি। এই রাশির লোকজনকে সূর্যদেবের প্রিয় রাশির সদস্য বলে মনে করা হয়। এঁরা সব কাজে নেতৃত্ব দিতে পারেন। ফলে সকলেই এঁদের খুবই সমীহ করে চলেন। এঁরা সামনে থেকে পরিস্থিতির মোকাবিলা করতে পছন্দ করেন। সূর্যদেবের কৃপাধন্য রাশিগুলি কেরিয়ারে খুবই সাফল্য অর্জন করে থাকে।
সূর্যের অপছন্দের রাশি
অন্য়দিকে তুলা রাশির জাতকদের উপর সাধারণত অশুভ প্রভাব বিস্তার করে থাকেন সূর্যদেব। তুলা রাশিতে অবস্থানকালে সূর্যের ক্ষমতা হ্রাস পায়। সেই কারণে তুলা রাশির জাতকরা সূর্যের শুভ প্রভাব থেকে সাধারণত বঞ্চিত হন।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না)