বৈদিক জ্যোতিষ মতে সূর্যদেবকে মান-সম্মান, প্রতিষ্ঠা, বাবা, সরকারি চাকরি ও রাজনীতির কারক বলে মনে করা হয়। এইজন্য যখনই সূর্যদেবের অবস্থানে বদল আসে তখন এই ক্ষেত্রগুলোতে বিশেষ প্রভাব পড়তে দেখা যায়। জেনে রাখুন ১২ মাস পর সূর্যদেব নিজের উচ্চ রাশি মেষে প্রবেশ করতে চলেছে। মেষের ওপর মঙ্গল গ্রহের আধিপত্য রয়েছে আর জ্যোতিষ অনুসারে সূর্য ও মঙ্গল গ্রহের মিত্রতার ভাব রয়েছে। এরকম অবস্থায় সূর্যদেবের গোচর কিছু রাশির ভাগ্য চমকাতে পারে। এরসঙ্গে এই রাশিদের আকস্মিক ধনলাভ ও উন্নতির যোগ তৈরি হতে চলেছে। আসুন জেনে নিন লাকি রাশি কারা।
সিংহ রাশি
সূর্যের রাশি পরিবর্তন আপনাদের জন্য লাদায়ক প্রমাণিত হবে। কারণ সূর্যদেব এই রাশির অধিপতি। তাই এই সময় আপনার ভাগ্য সঙ্গে থাকবে। এর সঙ্গে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আপনার অর্থের প্রবাহ বাড়বে। পরিবারের সঙ্গ পাবেন। এরই সঙ্গে আপনি কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজকর্মে সামিল হতে পারবেন। কাজ ও ব্যবসার কারণে কোথাও যাত্রা করতে যাবেন। আধ্যাত্মিক উন্নতি অনুভূত হবে। আপনার ব্যক্তিত্ব প্রাভাবিত হবে আর এর ফলে মানুষ আরও আকর্ষিত হবে।
মিথুন রাশি
সূর্যের রাশি পরিবর্তন হতেই আপনাদের ভাল সময় শুরু হবে। এই সময় আপনার আয় বৃদ্ধি পাবে। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। ব্যবসায় আকস্মিক অর্থলাভের যোগ দেখা দেবে। এই সময় কোনও সম্পত্তিতে বিনিয়োগ করতে পারবেন। লাভের যোগ তৈরি হচ্ছে। কোনও বড় প্রজেক্টের অংশ হতে পারেন। ব্যবসায় নতুন চুক্তি ও অংশীদারিত্বের সুযোগ পাবেন। এই সময় শেয়ার বাজার ও লটারিতে বিনিয়োগ করলে লাভ হবে।
ধনু রাশি
আপনাদের জন্য সূর্যদেবের রাশি পরিবর্তন বেশ লাভদায়ক হবে। এই সময় সন্তানের পক্ষ থেকে কোনও ভাল খবর পেতে পারেন। এই সময় বেকারদের চাকরি হতে পারে। বিয়ে হতে পারে। প্রেমের জীবনে সফলতা আসবে। প্রেমের বিয়ে পরিবার মেনে নেবে। সময়ে সময়ে আকস্মিক অর্থালাভ হবে। সোশ্যাল নেটওয়ার্কিং-এ আপনার জনপ্রিয়তা বাড়বে।