Advertisement

Surya Gochar 2026: নিজের বছরে সূর্যের অবস্থানে বড় বদল, ছাব্বিশে ৩ রাশির ব্যাপক তেজ বাড়বে

২০২৬ সাল আসলে সূর্যের বছর। তাই গ্রহদের রাজা যখনই গোচর বা অবস্থান বদল করে থাকে, তার প্রভাব মানুষের ওপর পড়তে দেখা যায়। মার্চ মাসে সূর্যদেব গুরুর রাশি মীনে প্রবেশ করতে চলেছে।

সূর্যের গোচরে লাকি ৩ রাশিসূর্যের গোচরে লাকি ৩ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2026,
  • अपडेटेड 4:32 PM IST
  • মার্চ মাসে সূর্যদেব গুরুর রাশি মীনে প্রবেশ করতে চলেছে।

২০২৬ সাল আসলে সূর্যের বছর। তাই গ্রহদের রাজা যখনই গোচর বা অবস্থান বদল করে থাকে, তার প্রভাব মানুষের ওপর পড়তে দেখা যায়। মার্চ মাসে সূর্যদেব গুরুর রাশি মীনে প্রবেশ করতে চলেছে। এরকম অবস্থায় ৩ রাশির জাতকেরা বিশেষ লাভ পেতে চলেছে। এই লোকেদের মান-সম্মান, পদ ও প্রতিষ্ঠার প্রাপ্তি হবে। আসুন সেই সৌভাগ্যশালী ৩ রাশি কারা জেনে নিন। 

কর্কট রাশি
সূর্যদেবের গোচর কর্কট রাশির জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে। এই সময় এই রাশির জাতকদের ভাগ্যের সঙ্গ ভরপুর পাবেন। আপনি যে কাজে হাত দেবেন, সেটাতেই সফলতা পাবেন। এরই সঙ্গে আপনি কোনও মাঙ্গলিক ও ধার্মিক কর্মকাণ্ডে সামিল হতে পারেন। কাজ ও ব্যবসার খাতিরে কোথাও সফর করতে পারেন। সমাজে মান-সম্মান বাড়বে এবং কেরিয়ারে উন্নতি পাবেন। এই সময় ব্যবসায়িদের আটকে থাকা অর্থ ফেরত পাবেন। 

ধনু রাশি
আপনাপ জন্য সূর্য গ্রহের গোচর ইতিবাচক প্রমাণিত হবে। আপনার ব্যবসায় ভাল ফল হবে। আর্থিক লাভ হবে এই সময়। এি সময় কোনও গাড়িও কিনতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। ছোট বা বড় কোনও সফরে যেতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন পূরণ হতে পারে কোনও পড়ুয়ার। 

মীন রাশি
সূর্যের গোচর মীন রাশির জাতকদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে। কারণ এই গোচরের ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। মান-সম্মানের প্রাপ্তি হবে। বিবাহিত মানুষদের জন্য এই সময় ভাল যাবে। বিয়ের ভাল প্রস্তাব আসতে পারে। ব্যবসায় লাভ পাবেন। মন প্রসন্ন থাকবে। বিনিয়োগ থেকে লাভ হবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। আপনার অংশীদারিত্বের কাজ থেকে লাভ পাবেন। 

Read more!
Advertisement
Advertisement