Advertisement

Surya Gochar 2025: সূর্যের কুনজর পড়বে ৩ রাশির ওপর, জীবনে নামবে ঘোর অন্ধকার

Surya Gochar 2025: ১৫ মে গ্রহের রাজা সূর্যদেবতা বৃষ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ অনুসারে, সূর্যের গোচরকে খুবই মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। সূর্যের বৃষ রাশিতে গোচর প্রত্যেক রাশির জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। কারণ বৈদিক জ্যোতিষ অনুসারে, সূর্যকে সব গ্রহদের রাজা বলে মনে করা হয়।

সূর্যদেবের গোচরসূর্যদেবের গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2025,
  • अपडेटेड 6:40 PM IST
  • ১৫ মে গ্রহের রাজা সূর্যদেবতা বৃষ রাশিতে প্রবেশ করবে।

১৫ মে গ্রহের রাজা সূর্যদেবতা বৃষ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ অনুসারে, সূর্যের গোচরকে খুবই মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। সূর্যের বৃষ রাশিতে গোচর প্রত্যেক রাশির জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। কারণ বৈদিক জ্যোতিষ অনুসারে, সূর্যকে সব গ্রহদের রাজা বলে মনে করা হয়। এরকম অবস্থায় সূর্যের রাশি পরিবর্তনকে সংক্রান্তি বলা হয়। সূর্যদেব আত্মা, বাবা, মান-সম্মান ও উচ্চ সরকারি সেবার কারক বলে মনে করা হয়। আসুন জেনে নিন সূর্যের গোচরের ফলে কোন রাশিদের সাবধানে থাকতে হবে। 

বৃষ রাশি
বৃষ রাশির জাতকেরা নিজের সব কাজ সময় মতো করে ফেলুন। কোনও নতুন কাজের শুরু এখন করবেন না। স্বাস্থ্যের যত্ন করুন। কারোর সঙ্গে ঝগড়া করবেন না। দাম্পত্য জীবনে ঝড় উঠতে পারে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের দীর্ঘ যাত্রা থেকে বিরত থাকতে হবে। সব কাজ ভেবেচিন্তে করুন। রাগ, লড়াই-ঝগড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। গাড়ি বা বাইক সাবধানে চালাবেন। চোরদের থেকে সাবধানে থাকুন। 

তুলা রাশি
তুলা রাশির জাতকেরা সব সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। কারোর কথায় কান দেবেন না। নিজের সম্পর্ককে মজবুত করার প্রয়াস করুন। ছোট ছোট কথায় মতভেদ করবেন না।  

মীন রাশি
মীন রাশিদের বৈষয়িক বিষয় নিয়ে অশান্তি বাড়বে। কেরিয়ারে কিছু সমস্যা আসতে পারে। এই সময় আর্থিক পক্ষ অনুকূল থাকবে না।   

Read more!
Advertisement
Advertisement