এখন সূর্য সিংহ রাশিতে ভ্রমণ করছে। আর ১৩ সেপ্টেম্বর সূর্য নিজের উত্তরাফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। যেখানে বুধের রাশি কন্যাতে সূর্য ১৭ সেপ্টেম্বর ভোর রাত ১টা ৩৮ মিনিটে প্রবেশ করবে। বাণী, ব্যবসা ও বুদ্ধির কারক গ্রহ বুধের সঙ্গে বাবা ও আত্মবিশ্বাসের কারক গ্রহ সূর্যের বন্ধুত্বের সম্পর্ক। যার ফলে সূর্যের কন্যা রাশিতে গোচর করা বিশেষ লাভ দেবে। অপরদিকে, সূর্যের উত্তরাফাল্গুনী নক্ষত্রে গোচর করাও খুবই প্রভাবী ঘটনা। সূর্যের এই ডাবল গোচরে ৩ রাশির জাতকদের লাভ হবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের সূর্যের ডাবল গোচরে শুভ ও ইতিবাচক পরিণাম প্রাপ্ত হবে। অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে। আর্থিক পরিস্থিতি আরও ভাল হবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। বাবার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। সন্তান পক্ষের থেকে ভাল খবর পাবেন। প্রেম জীবন আরও ভাল হবে। সমাজে জাতকদের সম্মান বাড়বে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের সূর্যের ডাবল গোচরে বড় লাভ হবে। জাতকদের দ্বারা করা কাজ শুভ পরিণাম দেবে। সৃজনশীল ক্ষেত্রে জাতকদের অর্থ উপার্জনের ভাল সুযোগ আসবে। আইনি মামলা থেকে জাতকেরা মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে পাবেন। পুরনো বিনিয়োগ থেকে বড় লাভ হবে।
সিংহ রাশি
সূর্যের ডাবল গোচরে সিংহ রাশির জীবনে শুভ পরিণাম। আত্মবিশ্বাস বাড়তে পারে। যোগাযোগের ক্ষমতা আগের চেয়ে বাড়বে। সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতকারী জাতকদের বিশেষ লাভ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। বুধের রাশিতে গোচর করায় জাতকের ব্যবসায় লাভ হবে।
(Disclaimer: এই খবরটি কেবল আপনাকে সচেতন করার জন্য লেখা হয়েছে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)