১৪ মার্চ দোল উৎসব পালন করা হবে। এই সময় সূর্যদেব দুবার নিজের অবস্থান বদল করবে। সূর্যের এই অবস্থান বদলের ফলে ৩ রাশির পোড়া কপাল খুলে যাবে। জ্যোতিষ গণনা অনুসারে, ১৪ মার্চ দোলের দিন সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। এরপর ১৮ মার্চ দুপুরে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে। এই নক্ষত্রের অধিপতি শনি ও রাশি মীন। এরকম অবস্থায় এই নক্ষত্রের ওপর শনি সঙ্গে বৃহস্পতির প্রভাবও থাকে।
মেষ রাশি
আপনি অপ্রত্যাশিত অর্থলাভ করতে পারবেন। জাগতিক সুখ লাভ হবে। নতুন ঘর, জমি বা গাড়ি কিনতে পারেন। ব্যবসায়ীদের লাভ হওয়ার যোগ প্রবল। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। খরচ কম হওয়ার কারণে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। সূর্যের পাশাপাশি কর্মফলের দেবতা শনির কৃপাও থাকবে মেষ রাশির উপর। কেরিয়ারের উন্নতির সুযোগ পাবেন। বিনিয়োগের টাকা বহুগুণে লাভে ফেরত পেতে পারেন। ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
তুলো রাশি
সমাজে মান-সম্মান বাড়বে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। চাকরি, ব্যবসায় মনের মতো সফলতা পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। বিবাহিত জীবনে চলতে থাকা অশান্তি সমাপ্ত হবে। মা-বাবার সঙ্গে সম্পর্ক ভাল হবে। বন্ধুর থেকে সাহায্য পাবেন। একাধিক জায়গা থেকে অর্থ পাবেন।
বৃশ্চিক রাশি
আকস্মিক অর্থলাভের যোগ তৈরি হচ্ছে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। সহজভাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন। দাম্পত্য জীবন মধুর হবে। প্রেমের জীবন ভাল হবে। অংশীদারের সহযোগিতায় অনেক গুরুত্বপূর্ণ কাজ পুরো হবে।