Advertisement

Surya Shani Yog: পিতা-পুত্রের বিশেষ দৃষ্টি ৪ রাশির ওপর, শনি-সূর্যের কৃপায় হঠাৎ করে টাকা পাবেন এরা

Surya Shani Yog: জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখন সূর্য ও শনির মাঝে ষড়াষ্টক দৃষ্টি যোগ তৈরি হয়, তখন এই যোগ বেশ কিছু রাশির জন্য শুভ ফল নিয়ে আসে। এই যোগ ব্যবসা, কেরিয়ার ও আর্থিক মামলায় অপ্রত্যাশিত লাভের সুযোগ করে দেয়। এই বিশেষ যোগের প্রভাবে কিছু রাশির ভাগ্য হঠাৎ করে উজ্জ্বল হয় আর এদের ব্যাপক হারে লাভ হয়।

শনি-সূর্যের ষড়াষ্টক যোগশনি-সূর্যের ষড়াষ্টক যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2025,
  • अपडेटेड 3:21 PM IST
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখন সূর্য ও শনির মাঝে ষড়াষ্টক দৃষ্টি যোগ তৈরি হয়, তখন এই যোগ বেশ কিছু রাশির জন্য শুভ ফল নিয়ে আসে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখন সূর্য ও শনির মাঝে ষড়াষ্টক দৃষ্টি যোগ তৈরি হয়, তখন এই যোগ বেশ কিছু রাশির জন্য শুভ ফল নিয়ে আসে। এই যোগ ব্যবসা, কেরিয়ার ও আর্থিক মামলায় অপ্রত্যাশিত লাভের সুযোগ করে দেয়। এই বিশেষ যোগের প্রভাবে কিছু রাশির ভাগ্য হঠাৎ করে উজ্জ্বল হয় আর এদের ব্যাপক হারে লাভ হয়। 

বৃষ রাশি
শনি-সূর্যের ষড়াষ্টক দৃষ্টি যোগ বৃষ রাশির মানুষদের অর্থ সংক্রান্ত মামলায় বড় সফলতা প্রাপ্তি হবে। আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন আর বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির যোগও তৈরি হচ্ছে। 

কর্কট রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য-শনির এই যোগ কর্কট রাশির জাতকদের জন্য খুবই অনুকীল হতে চলেছে। এই যোগের শিভ প্রভাবে কর্কট রাশির জাতকেরা কেরিয়ারে উন্নতি পাবেন। নতুন চুক্তি বা ব্যবসায়িক চুক্তিতে বড় কোনও লাভ পেতে পারেন। পরিবারে সুখ-শান্তি বাড়বে ও আটকে থাকা কাজ আবার শুরু হবে। 

সিংহ রাশি
সূর্য-শনির এই বিশেষ যোগ সিংহ রাশির জাতকদের জন্য খুবই লাভদায়ক হতে চলেছে। এই যোগের প্রভাবে সিংহ রাশির জাতকেরা হঠাৎ করে কোনও বড় আর্থিক লাভ পাবেন। পুরনো বিনিয়োগ থেকে বা সম্পত্তি থেকে লাভ হবে। এরই সঙ্গে সামাজিক মান-সম্মান বৃদ্ধি হবে। 

ধনু রাশি
শনি-সূর্যের ষড়াষ্টক যোগ ধনু রাশির জন্য মঙ্গলকারী। এই সময় ব্যবসায় আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। বিদেশ সফরের যোগ তৈরি হচ্ছে। ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হতে পারে আর নতুন প্রকল্পের ওপর কাজ শুরু হবে। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য সূর্য-শনির ষড়াষ্টক যোগ অর্থ ও ভাগ্য বৃদ্ধির কারক হিসাবে মানা হয়। এই যোগের শুভ প্রভাবে কুম্ভ রাশির জাতকদের হঠাৎ করে উপার্জন বেড়ে যাবে আর দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে।  


 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement