ধন-সম্পদের রক্ষাকারী দেবী হিসাবে ধরা হয় মা লক্ষ্মীকে। লক্ষ্মীদেবীর পা যে বাড়িতে পড়ে সেখানে অর্থ-সম্পদের কোনও কমতি হয় না। তবে মা লক্ষ্মী রুষ্ট হলে সেই বাড়ি ও ব্যক্তির দুর্দশার শেষ থাকে না। বৃহস্পতিবার দিনটিকে মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়েছে। এইদিন মায়ের পুজো করলে তিনি ভক্তদের ওপর প্রসন্ন হন। তবে মা লক্ষ্মীর প্রিয় কিছু রাশি রয়েছে, যাঁরা সর্বদাই মা লক্ষ্মীর কৃপা পেয়ে থাকেন। আসুন জেনে নিই লক্ষ্মীপ্রিয়া সেই রাশিরা আসলে কারা।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের ওপর মা লক্ষ্মী তাঁর কৃপাদৃষ্টি দিয়ে থাকেন। মা লক্ষ্মীর আশীর্বাদে এই রাশির জাতকেরা চাকরিতে বড় দায়িত্ব পান, যা বেশ লাভদায়ক বলে প্রমাণিত হয়। আপনার কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বে থাকে আর চাকরিতে পদ-প্রতিষ্ঠা পান এঁরা। পরিবারে সর্বদা খুশির আবহ থাকে আর ব্যবসায় খুব উপার্জন করে এই রাশি।
কর্কট রাশি
চন্দ্র এই রাশির অধিপতি। এই গ্রহটি সুখ, মন ও মায়ের কারক। চন্দ্রের রাশিতে লক্ষ্মীর আশীর্বাদ থাকে। জন্ম কোষ্ঠীতে চন্দ্র মজবুত থাকলে ব্যক্তি মানসিক সুখ লাভ করতে পরে। এ ছাড়াও সেই জাতক জীবনে ঐশ্বর্য লাভ করতে পারে। লক্ষ্মীর আশীর্বাদে ধন-সম্পত্তির মালিক হতে পারেন এই রাশির জাতকরা। এঁদের জীবনে বিশেষ অর্থাভাব থাকে না।
সিংহ রাশি
সূর্য এই রাশির অধিপতি। এই রাশির জাতকদের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এই রাশির জাতকরা পরিশ্রম করলে তার সম্পূর্ণ সুফল পেতে পারেন সিংহ রাশির জাতকরা। জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা মনে করা হয়। এই রাশির জাতকরা দৃঢ় নিশ্চয়ী হন। তুখর বুদ্ধি সম্পন্ন হন এই রাশির জাতক। পরিশ্রমের জোরে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন এঁরা। লক্ষ্মীর আশীর্বাদে জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারেন এই রাশির জাতক।
বৃশ্চিক রাশি
মঙ্গল এই রাশির অধিপতি। শক্তি, সাহস ও পরাক্রমের কারক গ্রহ মঙ্গল। এই রাশির জাতকদের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে। নিজের জীবনে আকাশ ছোঁয়া সাফল্য লাভ করতে পারেন এঁরা। লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে এই রাশির জাতকদের ওপর। এঁদের জীবনে অর্থাভাব থাকে না। অর্থ ভাণ্ডার পূর্ণ থাকে এই রাশির।