Advertisement

Shukra Priyo Rashi: শুক্রের কৃপায় বিলাসবহুল জীবন ৩ রাশির, মা লক্ষ্মীর কৃপায় জীবনে অর্থ-প্রেম ভরপুর

Shukra Priyo Rashi: জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ-সমৃদ্ধির গ্রহ বলে মনে করা হয়। জন্মছকে এই গ্রহ যদি মজবুত থাকে, তাহলে জীবনে কখনও অর্থের অভাব থাকে না। বৃহস্পতির পর শুক্রকে সবচেয়ে শুভ গ্রহ বলে মনে করা হয়। শুক্র এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করতে প্রায় ২৩ দিন সময় নেয়। বুধ ও শনি শুক্রের বন্ধু গ্রহ।

শুক্রের প্রিয় রাশি কারা?শুক্রের প্রিয় রাশি কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Sep 2025,
  • अपडेटेड 12:00 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ-সমৃদ্ধির গ্রহ বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ-সমৃদ্ধির গ্রহ বলে মনে করা হয়। জন্মছকে এই গ্রহ যদি মজবুত থাকে, তাহলে জীবনে কখনও অর্থের অভাব থাকে না। বৃহস্পতির পর শুক্রকে সবচেয়ে শুভ গ্রহ বলে মনে করা হয়। শুক্র এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করতে প্রায় ২৩ দিন সময় নেয়। বুধ ও শনি শুক্রের বন্ধু গ্রহ। যাঁদের জন্মছকে শুক্র গ্রহ উচ্চ অবস্থানে থাকে তাঁদের ওপর মা লক্ষ্মীর কৃপা সব সময় থাকে। তবে শুক্রের প্রিয় ৩ রাশি সব সময়ই মা লক্ষ্মীর আশীর্বাদে ধনধান্যে থাকে। 

বৃষ রাশি
শুক্র এই রাশির অধিপতি গ্রহ। বৃষ রাশির লোকেরা বুদ্ধিমান ও কর্মঠ হয়ে থাকেন। এই রাশিরা সৌন্দর্যের প্রতীক হন। এই রাশির জাতক-জাতকেরা ভীষণভাবে আকর্ষণীয় হয়ে থাকেন। এঁদের ওপর খুব সহজেই মানুষ আকর্ষিত হন। এঁরা যেখানেই থাকেন নিজেদের আলাদা পরিচয় তৈরি করেন। বৃষ রাশির জাতকেরা ভাল পোশাক পরতে পছন্দ করেন। এঁরা নিজেদের আসল বয়সের থেকে ছোট দেখায়। এঁদের ওপর মা লক্ষ্মী সর্বদা সহায় থাকেন। 

তুলা রাশি
শুক্র এই রাশিরও অধিপতি স্বামী। শুক্রের কৃপায় এঁদের জীবনে সুখ-সমৃদ্ধির কমতি হয় না। এঁরা বুঝদার ও কাজে নিপুণা হন। এঁদের মধ্য়ে সিদ্ধান্ত নেওয়ার অদ্ভুত ক্ষমতা থাকে। এঁরা সব কাজ পারফেক্টভাবে করার ক্ষমতা রাখে। যেটা মনে করবে সেটাই করে থাকেন এঁরা ব্যবসায় ভাল ফল করেন। 

মীন রাশি
মীন রাশি শুক্রের উচ্চ রাশি। এইজন্য শুক্রের এই রাশির ওপর বিশেষ কৃপা থাকে। এই লোকেরা বেশ সৃজনশীল হয়ে থাকেন। এঁরা যে ক্ষেত্রে কাজ করে, সেখানে খ্যাতি পায়। এঁরা যে কাজ করবেন মনে করেন, সেটায় সফলতা পেয়ে থাকেন। এঁরা মনের দিক থেকে স্বচ্ছ হন। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)


 

Advertisement
Read more!
Advertisement
Advertisement