জ্যোতিষ মতে, বিভিন্ন রাশির জাতকদের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হয়। রাশিচক্রে এই ৩ রাশি খুবই সাঙ্ঘাতিক হয়। নিজের প্রয়োজন মেটাতে এঁরা কাছের মানুষকেও ঠকান। জেনে নিন বিশদে...
মেষ রাশি (Aries):
মেষ রাশির জাতকরা উচ্চাকাঙ্খী হন। এঁরা লক্ষ্যপূরণ করেই ছাড়েন। সাফল্যের পথে যে কোনও বাধা এঁরা সরান। প্রয়োজনে এঁরা আপনজনদেরও ঠকান।
বৃশ্চিক রাশি (Scorpio):
এই রাশির জাতকরা যে কোনও মূল্যে প্রতিশোধ নেন। কারও কাছে আঘাত পেলে তাঁদের ছেড়ে দেন না। এঁদের সহজে বোঝা যায় না।
মিথুন রাশি (Gemini):
এই রাশির জাতকরা দ্বৈত সত্ত্বার অধিকারী হন। এঁরা খুব হাইপারঅ্যাক্টিভ হন। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এঁরা কাছের মানুষদের সঙ্গে প্রতারণা করেন।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২০ জুলাই রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন হতে চলেছে। যার ফলে কন্যা, মকর, তুলা রাশির জাতকদের ভাগ্য বদলাবে।আগামী ২৩ জুলাই নক্ষত্র বদলাবে মঙ্গল। উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, অগাস্ট মাসে অবস্থান বদলাবে সূর্য, বুধ ও শুক্র। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, তুলা, মকর ও সিংহ রাশির জাতকদের।