Advertisement

Shukra Gochar: টাকা-বাড়ি-চাকরি ৩ রাশির বিলাসিতা তুঙ্গে, মা লক্ষ্মীর কৃপা থাকবে ফেব্রুয়ারি জুড়ে

Shukra Gochar: ধন-বৈভব, মান-সম্মান, ঐশ্বর্যের কারক শুক্র এক নিশ্চিত সময়ের পর রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে। যার প্রভাব ১২টি রাশির জীবনে কোনও না কোনও ভাবে প্রভাব পড়ে। দৈত্যগুরু শুক্র ১ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩৭ মিনিটে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে।

শুক্র গোচর ২০২৫শুক্র গোচর ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2025,
  • अपडेटेड 2:43 PM IST
  • ধন-বৈভব, মান-সম্মান, ঐশ্বর্যের কারক শুক্র এক নিশ্চিত সময়ের পর রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে।

ধন-বৈভব, মান-সম্মান, ঐশ্বর্যের কারক শুক্র এক নিশ্চিত সময়ের পর রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে। যার প্রভাব ১২টি রাশির জীবনে কোনও না কোনও ভাবে প্রভাব পড়ে। দৈত্যগুরু শুক্র ১ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩৭ মিনিটে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে। আকাশ মণ্ডলে থাকা ২৬তম নক্ষত্রের স্বামী হিসাবে শনিদেবকে বিবেচিত করা হয়। শুক্রের শনির নক্ষত্রে যাওয়ার ফলে কিছু রাশির জাতকেদর জীবন সুখ-সমৃদ্ধিতে ভরবে। আসুন জেনে নিন তাঁরা কারা। 

মীন রাশি
শুক্রের উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতেই মীন রাশির শুভ সময় চলে এসেছে। এই সময় এই রাশির শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। এই রাশির ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি যাঁরা করে তাঁদের আরও লাভ হবে। সমাজে মান-সম্মানের বাড়বে। সুখ-সমৃদ্ধি খুব দ্রুত বাড়ছে। আপনার ইচ্ছাশক্তি আরও জোরালো হবে। 

কুম্ভ রাশি
এই রাশির জাতকদের শুক্র দুহাত ভরে সুখের জীবন দেবে। জীবনে প্রচুর সুখ-সমৃদ্ধি আসবে। অর্থ উপার্জনের অনেক সুযোগ আসবে। মা-বাবার মাধ্যমে আপনার অনেক লাভ হবে। ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। কথার কৌশলে আপনি বহু ক্ষেত্রে লাভ করতে পারবেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। জীবনে স্বস্তি আসবে। 

ধনু রাশি
এই রাশির জাতকদের জীবনে একাধিক সুখ-আনন্দ আনবে। এই রাশির জাতকদের সমাজে মান-সম্মান বাড়বে। আর্কিটেক্টর, ইন্টেরিয়র ডিজাইনার, গাড়ি কেনা-বেচা ও রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বেশ ভাল লাভ হতে চলেছে। বন্ধু ও পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। জাগতিক সব সুখ পাবেন। মায়ের সঙ্গে ভাল সময় কাটাবেন। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 
 

Read more!
Advertisement
Advertisement