Advertisement

Ketu Gochar 2025: চলতি মাসে কেতুর অবস্থানে বড় বদল, ৩ রাশির জীবনে বিরাট কিছু ঘটবে

Ketu Gochar 2025: রাহু ও কেতুকে ছায়াগ্রহ হিসাবে বিবেচিত করা হয়। অর্থাৎ এদেরকে গ্রহ হিসাবে ধরা না হলেও রাহু-কেতুর আচরণ গ্রহদের মতোই। অন্য গ্রহদের মতো এই দুই গ্রহ নিয়মিত রূপে গোচর করে থাকে। এই দুই গ্রহই দেড় বছর পর রাশি বদল করে।

কেতুর গোচরকেতুর গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2025,
  • अपडेटेड 10:46 AM IST
  • রাহু ও কেতুকে ছায়াগ্রহ হিসাবে বিবেচিত করা হয়।

রাহু ও কেতুকে ছায়াগ্রহ হিসাবে বিবেচিত করা হয়। অর্থাৎ এদেরকে গ্রহ হিসাবে ধরা না হলেও রাহু-কেতুর আচরণ গ্রহদের মতোই। অন্য গ্রহদের মতো এই দুই গ্রহ নিয়মিত রূপে গোচর করে থাকে। এই দুই গ্রহই দেড় বছর পর রাশি বদল করে। কেতু ১৮ মে সিংহ রাশ্তে প্রবেশ করবে। কেতু ১৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর এই রাশিতে ফিরেছে। এর ফলে ৩ রাশির ভাগ্য জাগবে। ১৮ মে-এর পর থেকেই ৩ রাশির জীবন পুরোই বদলে যাবে। আসুন জেনে নিই সেই ৩ ভাগ্যবান রাশি কারা। 

ধনু রাশি
কেতুর দেড় বছর পর এই গোচর এই রাশির জাতকদের জন্য ভাল সময় নিয়ে আসবে। আপনার জীবনে বহু কষ্ট-দুঃখ দূর হবে। ব্যবসা বাড়বে আর এর থেকে ভাল লাভ হবে। কোনও বড় চুক্তি হতে পারে। চাকরিতে ভাল ইনক্রিমেন্ট হবে। আপনি পদোন্নতি করতে পারবেন বা বড় কোনও দায়িত্ব পেতে পারেন। 

বৃশ্চিক রাশি
এই গোচরের কারণে আপনার বেশ কিছু লাভ হতে পারে। বেকার জাতকেরা এই সময় চাকরি পেতে পারেন। এই রাশির জাতকেরা যদি নিজেদের কাজে সন্তুষ্ট না হন, তাহলে এই সময় ভাল প্যাকেজ সমেত চাকরির সুযোগ আসতে পারে। আপনার পেশাদার জীবন আরও ভাল হবে। সিঙ্গল জাতকেরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। 

বৃষ রাশি
ছায়াগ্রহ কেতুর গোচর আপনাদের জন্য বেশ লাভবান হতে চলেছে। আপনার আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। কোনও পুরনো বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাবেন। আপনি কোনও জমি কেনার উদ্যোগ নিতে পারেন। নতুন গাড়ি কেনার চিন্তাও এই সময় করতে পারেন। পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement