নামের আদ্যাক্ষর দিয়ে চেনা যেতে পারে বহু মানুষকে। সংখ্যাতত্ত্বে এই পদ্ধতি অতি পুরনো পদ্ধতি। তবে ইংরাজি বর্ণমালার প্রতিটি বর্ণ দিয়ে চেনা যেতে পারে মানুষকে, যদি সেই বর্ণ থাকে ব্যক্তির নামের আগে তাহলে তা দিয়েই জানা যেতে পারে সেই ব্যক্তির চরিত্র । ইংরাজি বর্ণমালার দ্বিতীয় অক্ষর B যাদের নামের শুরুতেই রয়েছে তারা কেমন মানুষ হন একনজরে দেখে নেওয়া যাক।
রোম্যান্টিক হয় B অক্ষরের লোকেরা
ইংরাজি বর্ণমালা B অথবা ব দিয়ে শুরু নামের লোকেরা নির্ভয় হয়ে থাকেন। এঁরা সহজে মাথানত করেন না। স্বভাবের দিক থেকে এই মানুষেরা খুবই সংবেদনশীল হয়ে থাকেন এবং অন্যদের প্রতি যত্নশীল হন। এই ব্যক্তিরা যাঁদের ভালোবাসেন তাঁদের প্রতি এঁদের যত্ন বেড়ে যায়। অভ্যন্তরীণ সৌন্দর্য তাঁদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই লোকেরা সম্পর্কের গুরুত্ব খুব ভালভাবে বোঝেন এবং একবার তাঁদের সম্পর্ক কারোর সঙ্গে হয়ে গেলে তা তাঁর শেষপর্যন্ত বজায় রেখে দেন।
নিজেদের ভুল থেকে শিক্ষা নেন
ব অথবা B অক্ষরের মানুষদের ওপর ছোট-ছোট কথার খুব গভীর প্রভাব ফেলে। এঁরা খুব তাড়াতাড়ি রেগে যান তবে এঁদের রাগ ভাঙানো খুব সহজ। এঁরা লোকেদের খুব তাড়াতাড়ি ক্ষমা করে দেন এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নেন। এই রাশির মানুষরা নতুনভাবে শুরু করাতে বিশ্বাসী। তাঁদের পরিশ্রমের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। এই লোকেরা খুব মেজাজি প্রকৃতির এবং তাদের ধর্মান্ধতার কারণে লোকেরা প্রায়শই তাদের অহংকারী হিসাবে বিবেচনা করেন। তাঁদের প্রচুর বন্ধু থাকে না, তবে যাঁরা আছে তাঁদের সঙ্গে জোরালো বন্ধুত্ব রয়েছে। আর্থিকভাবে এই লোকেরা খুব শক্তিশালী হয়ে থাকেন। এই লোকেরা সক্রিয়ভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করেন। তারা পরিশ্রমী এবং সাহসী হয়ে থাকেন।
আরও পড়ুন: Chanakya Niti: আবর্জনা থেকে এগুলি কুড়িয়ে হতে পারেন কোটিপতি, বলছেন আচার্য চাণক্য
নামের শুরুতে B থাকলে এই গুণগুলি থাকে
এই ধরনের মানুষের মধ্যে অন্যকে সাহায্য করার বিষয়ে বিশাল উদ্যম থাকে। তাঁরা নিজের পরিজনকে আগলে রাখতে খুবই ভালোবাসেন। সামনের মানুষটির মনে কতা এঁরা সহজেই পড়ে ফেলতে পারেন। আর তাই তাঁদের মন বুঝে এগিয়ে চলতে পারেন। সেজন্য নামের আদ্যাক্ষরে B থাকলে , সেই মানুষটিকে সকলেই ভালোবাসেন।