Advertisement

Baba Vanga Predictions 2025: শেষ দু'মাসে ৪ রাশির বড়লোক হওয়া পাকা, বাবা ভাঙ্গার নিঁখুত ভবিষ্যদ্বাণী

২০২৫ সালের নভেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। আর এই বছর শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি। বাবা ভাঙ্গা ২০২৫ সালের ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন আর তাঁর কথানুসারে এই বছর ৪ রাশির সৌভাগ্য থাকবে তুঙ্গে।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীবাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2025,
  • अपडेटेड 4:09 PM IST
  • ২০২৫ সালের নভেম্বর মাস শুরু হয়ে গিয়েছে।

২০২৫ সালের নভেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। আর এই বছর শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি। বাবা ভাঙ্গা ২০২৫ সালের ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন আর তাঁর কথানুসারে এই বছর ৪ রাশির সৌভাগ্য থাকবে তুঙ্গে। নভেম্বর ও ডিসেম্বর মাস এই ৪ রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। জানুন বছরের শেষ ২ মাসে কোন রাশিরা বাম্পার লাভ করবেন। 

বৃষ রাশি
বাবা ভাঙ্গার মতে, ২০২৫ সালের শেষ ২টো মাস এই রাশিদের জন্য খুবই শুভ ফল এনে দেবে। এঁদের ভাগ্য থাকবে তুঙ্গে। এই দুমাসে কিছু এমন সুযোগ পাবেন যা আপনার জীবন বদলে যেতে পারে। ধন-দৌলত, মান-সম্মান, সুখ-স্বাচ্ছন্দ্য সব পাবেন। আটকে থাকা কাজ খুব শীঘ্রই দূর হবে। সব মিলিয়ে, বছরের শেষ ২টো মাস জবরদস্ত ভাল যাবে। 

মিথুন রাশি
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুয়ায়ী, মিথুন রাশির জাতকদের জন্য ২০২৫ সালের শেষ ২টো মাস দারুণ কিছু দিয়ে যাবে। আপনি পদ, অর্থ, ভালোবাসা পাবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। মান-সম্মান বাড়বে। অর্থ বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। 

সিংহ রাশি
বাবা ভাঙ্গার কথানুযায়ী, ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে সমস্যা থেকে মুক্তি পাবেন। এরই পাশাপাশি নতুন সুযোগ হাতে আসবে। অর্থ পাবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা অর্থ পাবেন। আপনার পদোন্নতি কেউ আটকাতে পারবে না। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে। ব্যবসা বৃদ্ধি হবে। 

কুম্ভ রাশি
বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী বলছে কুম্ভ রাশির জন্য বছরের শেষ সময়কাল সৌভাগ্য নিয়ে হাজির হবে। বছর শেষে লাভের মুখ দেখবেন। আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। এই সময়ের সম্পূর্ণ আনন্দ উপভোগ করুন। প্রেমের জীবনে ভালোবাসা বাড়বে। দাম্পত্য জীবনে মিষ্টতা বাড়বে। সব মিলিয়ে বছরের এই শেষ দুই মাস ভালই কাটবে।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement