সনাতন ধর্মে বাসন্তী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি মাসে চৈত্র মাসে হয় এই পুজো। তবে কালের নিয়মে শরৎকালের অকাল বোধনই বেশি জনপ্রিয়তা লাভ করেছে। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় বাসন্তী পুজোর প্রথমা। চলতি বছর ২২ মার্চ প্রথমা দিয়ে শুরু হচ্ছে বাসন্তী পুজো। শেষ হচ্ছে ৩০ মার্চ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এবার বাসন্তীপুজোয় তৈরি হতে চলেছে বিশেষ যোগ। মা আসছেন নৌকায়। এই সময়ে দেবীর আশিসে শেষ হবে বন্ধ কাজও। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে পাবেন মুক্তি।
বাংলায় বাসন্তী পুজোর সময় উত্তর ভারতে উদযাপিত হয় চৈত্র নবরাত্রি। জ্যোতিষ শাস্ত্র অনুসারে,নবরাত্রির নয় দিনে মা দুর্গার ৯টি রূপের পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রথমা থেকে দশমী পর্যন্ত মর্তে থাকেন দেবী। ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন। এবার নবরাত্রি বা বাসন্তী পুজোয় তৈরি হচ্ছে বিশেষ কয়েকটি যোগ। যাতে উপকৃত হতে পারেন ৪ রাশির জাতক-জাতিকারা।
মেষ রাশি- জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাসন্তী পুজোয় গঠিত হতে চলেছে বিশেষ যোগ। তাতে উপকৃত হবেন এই রাশির জাতক-জাতিকারা। জীবনে বিশেষ সুবিধা পাবেন তাঁরা। এই সময়ে আটকে থাকা কাজ থেকে মুক্তি পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও হবে না। এবার মা দুর্গা আসছেন নৌকায় চড়ে।
বৃষ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য মায়ের আগমন অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে কাজে সাফল্য পাবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যে কোনও কাজে হাত দেওয়ার আগে মা দুর্গার ধ্যান করুন। উপকৃত হবেন।
সিংহ রাশি- বাসন্তী পুজো এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। নতুন চাকরির সুযোগ পাবেন। মনের মানুষের সঙ্গে খোঁজ পেতে পারেন। প্রেমজীবন ও দাম্পত্য সুখ-সমৃদ্ধি বাড়বে।
তুলা রাশি- বাসন্তী পুজোয় সুখবর পেতে পারেন। এই সময়ে নতুন চাকরির প্রস্তাব পেতে পারে। সুখবর পাওয়ার সম্ভাবনাও আছে। আপনি নতুন সম্পর্কে জড়ানোর সুযোগ পাবেন। এই সময়ে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের আশিস থাকবে আপনার উপরে।
পুজোর নির্ঘণ্ট
২৭ মার্চ- সোমবার, ষষ্ঠী।
২৮ মার্চ-মঙ্গলবার, সপ্তমী।
২৯ মার্চ- বুধবার, অষ্টমী।
৩০ মার্চ-বৃহস্পতিবার, নবমী। ওই দিন রাম নবমীও।
৩১ মার্চ- শুক্রবার, দশমী।