Advertisement

Vastu Tips: ঘর মোছার জলে দিন এক চিমটে নুন, মিটে যাবে অর্থাভাব

Vastu Tips: বাস্তুর অনেক নিয়ম রয়েছে যা মানলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে। বাস্তু শাস্ত্রে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ করা হয়েছে বাড়ির জন্য। বাস্তুতে বলা হয়েছে যে নুন বা লবণ বাড়িতে নেতিবাচকতা ও অর্থ সঙ্কট দূর করতে সহায়তা করে। প্রসঙ্গত, নুন যে শুধু কোনও খাবারকে সুস্বাদু করে তোলে তা নয়, নুনের সঠিক ব্যবহার বেশ কিছু সমস্যাও দূর করে।

নুনের টোটকায় খুলে যাবে ভাগ্যনুনের টোটকায় খুলে যাবে ভাগ্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2023,
  • अपडेटेड 1:36 PM IST
  • বাস্তুর অনেক নিয়ম রয়েছে যা মানলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে। বাস্তু শাস্ত্রে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ করা হয়েছে বাড়ির জন্য। বাস্তুতে বলা হয়েছে যে নুন বা লবণ বাড়িতে নেতিবাচকতা ও অর্থ সঙ্কট দূর করতে সহায়তা করে। প্রসঙ্গত, নুন যে শুধু কোনও খাবারকে সুস্বাদু করে ত

বাস্তুর অনেক নিয়ম রয়েছে যা মানলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে। বাস্তু শাস্ত্রে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ করা হয়েছে বাড়ির জন্য। বাস্তুতে বলা হয়েছে যে নুন বা লবণ বাড়িতে নেতিবাচকতা ও অর্থ সঙ্কট দূর করতে সহায়তা করে। প্রসঙ্গত, নুন যে শুধু কোনও খাবারকে সুস্বাদু করে তোলে তা নয়, নুনের সঠিক ব্যবহার বেশ কিছু সমস্যাও দূর করে। নুনের মধ্যে অশুভ শক্তি দূর করার ক্ষমতা রয়েছে। নুন সংক্রান্ত কিছু উপায় করলে গ্রহের সঙ্গে জড়িত দোষ বা সমস্যা দূর করা যেতে পারে। বাস্তুমতে লবণ বা নুন দিয়ে ঘরমোছা খুবই ভালো। 

ঘর মোছার জলে এক চিমটে নুন ফেলে দিন
বাস্তুমতে দুপুর ১২টার পরে ঘর মোছা একেবারেই অনুচিত এবং ঘর মোছার জলে এক চিমটে নুন দিয়ে তারপর ঘর মুছলে ঘর থেকে নেতিবাচকতা দূরে চলে যায়। তবে সন্ধ্যার সময় নুন দিয়ে ঘর মোছা যাবে না। 

নেতিবাচক শক্তি দূর হয়
বাস্তু শাস্ত্র মতে লবণ সম্পদ বাড়াতে সাহায্য করে। লবণের জল দিয়ে ঘর মুছলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়। এর পাশাপাশি বাড়ির সদস্যরা মানসিক শান্তি পায় এবং ঝামেলা থেকে মুক্তি পায়। ঘরে নুন জল দিয়ে মুছলে ঘরে সুখ-সমৃদ্ধি বাড়ে।

কীভাবে নুন দিয়ে ঘর মুছতে হয়
লবণ দিয়ে ঘর মুছলে বালতিতে জল ভরতে হবে তারপর এই জলে দুই-তিন টেবিল চামচ গুঁড়ো লবণ মিশিয়ে নিতে হবে। এবার এই জল দিয়ে পুরো ঘর মুছতে হবে। লবণ দিয়ে ঘর মোছার সময়ে মনে রাখতে হবে যে জলে লবণ মেশানোর সময় কোনও বাইরের লোক যেন তা দেখতে না পায়। তাহলে অধিক উপকার পাওয়া যায়। 

প্রবেশদ্বারে শুভ-অশুভ শক্তি দূর করে
এছাড়াও বাড়ির প্রবেশদ্বার দিয়েই শুভ-অশুভ শক্তি প্রবেশ করে। বাড়ি অথবা কর্মক্ষেত্রের প্রবেশদ্বারে গোটা নুন লাল কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিলে, শুভ শক্তি প্রবেশ করে। এর ফলে কাজে আগত বাধা দূর হয় ও ধন আগমন ঘটে।

Advertisement

বাথরুমে নুন রাখুন
বাটিতে নুন বা ফিটকিরি ভরে বাথরুমে রেখে দিন। এর ফলে রাহুর প্রভাব দূর হয়। নির্দিষ্ট সময় অন্তর বাটির নুনটিকে বদলে ফেলা উচিত। ফিটকিরি হাওয়ার মধ্যেকার ব্যাকটেরিয়াকে নষ্ট করে।  

কাঁচের পাত্রে নুন রাখা উচিত
সবসময় কাঁচের পাত্রে নুন রাখা উচিত। এতে লবঙ্গ দিয়ে রাখতে হয়। এর ফলে বাড়িতে অর্থাভাব হয় না। স্টিল অথবা ধাতুর পাত্রে নুন রাখা উচিত নয়।

 

Read more!
Advertisement
Advertisement