
Best Zodiacs in Mind Reading: জ্যোতিষ মতে, মানুষের মানসিক গঠন ও অন্তর্দৃষ্টির উপর গ্রহ-নক্ষত্রের প্রভাব পড়ে। কেউ কেউ সামনের মানুষটি কী ভাবছেন তা সহজেই বুঝে ফেলেন।আবার কেউ চোখের ইশারাতেই মনের কথা ধরে ফেলতে পারেন। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশি রয়েছে, যাঁদের 'মাইন্ড রিডিং' ক্ষমতা তুলনামূলকভাবে বেশি বলেই মত বিশেষজ্ঞদের। কথা না বলেও অন্যের অনুভূতি, উদ্দেশ্য বা মানসিক টানাপোড়েন বুঝে নেওয়ার এই ক্ষমতা তাঁদের স্বাভাবিক গুণ। দেখে নেওয়া যাক, জ্যোতিষ মতে কোন কোন রাশি মনের কথা পড়তে সবচেয়ে দক্ষ।
বৃশ্চিক রাশি
মনের গভীরে ঢুকে যাওয়ার ক্ষমতায় প্রথমেই আসে বৃশ্চিক রাশির নাম। এই রাশির জাতকরা অত্যন্ত পর্যবেক্ষণশীল। সামান্য অভিব্যক্তি, চোখের দৃষ্টি বা কথা বলার ভঙ্গি থেকেই অনেক কিছু বুঝে ফেলেন। কাউকে সহজে বিশ্বাস না করলেও, একবার কাউকে বুঝে গেলে তাঁর দুর্বলতা বা গোপন অনুভূতি ধরতে ভুল করেন না। রহস্য আর মনস্তত্ত্বে স্বাভাবিক টান থাকায়, বৃশ্চিকরা কার্যত জন্মগত ‘মাইন্ড রিডার’।
মীন রাশি
মীন রাশির জাতকরা প্রবল সংবেদনশীল ও আবেগপ্রবণ। অন্যের কষ্ট বা আনন্দ নিজের ভেতর অনুভব করার ক্ষমতা তাঁদের রয়েছে। অনেক সময় সামনে থাকা মানুষটি কিছু না বললেও, মীন রাশির জাতকরা বুঝে যান তাঁর মনের অবস্থা। জ্যোতিষ মতে, নেপচুনের প্রভাবে এই রাশির মানুষের অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী। তাই আবেগের জগতে তাঁরা সহজেই ঢুকে পড়তে পারেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকরা সম্পর্ক ও আবেগের বিষয়ে ভীষণ সচেতন। পরিবার, বন্ধু বা প্রিয়জনের মনের পরিবর্তন তাঁদের চোখ এড়ায় না। কারও কণ্ঠস্বরের সামান্য পরিবর্তন থেকেও তাঁরা আন্দাজ করতে পারেন ভিতরের অস্থিরতা। চন্দ্রের প্রভাবে এই রাশির মানুষ আবেগ পড়তে পারদর্শী, যা মাইন্ড রিডিংয়ের এক গুরুত্বপূর্ণ দিক।
কন্যা রাশি
যাঁরা যুক্তি আর বিশ্লেষণে বিশ্বাস করেন, তাঁদের মধ্যে কন্যা রাশি সবার আগে। এই রাশির জাতকরা আবেগের চেয়ে আচরণ, শব্দচয়ন ও কাজের ধারাবাহিকতা বেশি লক্ষ্য করেন। ফলে কাউকে দেখে বা কথা শুনে তাঁর ভাবনা কী দিকে যাচ্ছে, তা বুঝে নিতে পারেন। নিখুঁত পর্যবেক্ষণ ক্ষমতার জন্য কন্যা রাশির জাতকরা অনেক সময় নিঃশব্দে মনের কথা পড়ে ফেলেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা যোগাযোগে দক্ষ। কথা বলার সময় তাঁরা শুধু শব্দ নয়, মানুষের মনের ওঠানামাও ধরতে পারেন। দ্রুত পরিস্থিতি বোঝার ক্ষমতা তাঁদের বড় শক্তি। কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে, তা বুঝে নেওয়ার জন্য মিথুনরা অনেক সময় অন্যের চিন্তা আগেই আঁচ করতে পারেন।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা ভারসাম্য ও সম্পর্ক বোঝার ক্ষেত্রে দক্ষ। তাঁরা মানুষের আবেগের দুই দিকই দেখতে পান। ফলে কোনও পরিস্থিতিতে কে কী ভাবছে, তা আন্দাজ করতে পারেন সহজেই। সামাজিক পরিবেশে তুলা রাশির জাতকরা প্রায়ই ‘মন পড়ে ফেলা মানুষ’ হিসেবেই পরিচিত।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।